ধর্মীয় ভাবগাম্বির্জের মধ্যদিয়ে কুমিল্লা জেলা আহলে সুুন্নাত ওয়াল জামাত-এর ১২ই রবিউল আউয়াল ঈদ-ই-মিলাদুন্নবী ছাল্লাল্লাহু আলাইহে ওয়াছাল্লাম উদযাপন কমিটির উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী ছাল্লাল্লাহু আলাইহে ওয়াছাল্লাম উদযাপন করা হয়।
১২ই রবিউল আউয়াল, ১৬ সেপ্টেম্বর -২০২৪ইং, রোজ- সোমবারে মহানবীর আগমন দিবস উপলক্ষ্যে বিভিন্ন দরবার, খানকাহ, মসজিদ, মাদ্রাসা, সামাজিক সংগঠন এবং সর্বস্তরের নবী প্রেমিকদের অংশগ্রহনে খন্ড খন্ড জুলুস সহকারে বখশীয়া দরবার শরীফের সম্মুখ থেকে রওয়ানা হয়ে কুমিল্লা মহানগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে দারোগা বাড়ীস্থ শাহ আবদুল্লাহ গাজীপুরী (রহ:) এর মাজার শরীফে গিয়ে মিলাদ ও কিয়াম এবং মোনাজাতের মাধ্যমে জুলুস সমাপ্ত হয়।এতে প্রায় অর্ধ লক্ষ লোক অংশগ্রহণ করেন। উক্ত জশনে জুলুসের নেতৃত্ব প্রদান করেন ১২ই রবিউল আউয়াল ঈদ-ই-মীলাদুন্নবী ছাল্লাল্লাহু আলাইহে ওয়াছাল্লাম উদযাপন কমিটি সন্মানীত আহবায়ক ও বখশীয়া দরবার শরীফের পীর সাহেব মাওলানা শাহ মুহাম্মদ কুতুব উদ্দিন শাহেদী বখ্শী,কুমিল্লা জেলা আহলে সুন্নাত ওয়াল জামাত জেলা কমিটির সভাপতি শাহা শাহ মুহাম্মদ লাল উদ্দিন বখ্শী, সহসভাপতি মুহাম্মদ নাজমুল হাসান সরকার, সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ মোবারক হোসাইন বখশী,সহ সাধারন সম্পাদক কাজী জাইদুল হোসাইন ইসহাক,সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ আনোয়ার হোসাইন রেজভী, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মানসুর আহমদ রাজাপুরী, কোষাধ্যক্ষ মুহাম্মদ জহিরুল ইসলাম শাহেদী, আমোদ ও আপ্যায়ন সম্পাদক আহমদ উদ্দিন মানিক গাফফারী, আহলে সুন্নাত মহানগরের সহসভাপতি শাহ মুহাম্মদ আব্দুল মবিন রহমানী, সহসভাপতি শাহ মীর মুহাম্মদ খসরু শাহেদী, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সাইফুল্লাহ, বিশিষ্ট সমাজ সেবক মুহাম্মদ জমিরুল হক জামাল, মুহাম্মদ নাজিম, মুহাম্মদ হাবিবুর রহমান হাবিব,মুহাম্মদ আতিক খান, মুহাম্মদ রাহাত উল্লাহ উজ্জল, মুহাম্মদ রুহুল আমিন,তৈয়্যবিয়া দরবার শরীফের পক্ষে হাজী মুহাম্মদ মাহমুদ আলম, শাহপুর দরবার শরীফের প্রতিনিধি মুহাম্মদ শরিফুল ইসলাম শাহপুরী, পানুয়া দরবার শরীফের খলিফা মুহাম্মদ আব্দুল কুদ্দুস, মুহাম্মদ হিরন মিয়া, মুহাম্মদ লিটন মিয়া, রেজভীয়া দরবার শরীফের ডা.গোলাম মোস্তফা রেজভী, মাওলানা মুহাম্মদ নুরুল আমিন রেজভী, মুফতি খাজা শাহ মুহাম্মদ ইমরান বিন জিহাদি, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন আবেদী, মাওলানা মুহাম্মদ আব্দুল মান্নান,তাছলিমা সাইকেল মাঠ এর স্বত্তাধীকারী আলহাজ্ব মুহাম্মদ আবদুল আজীজ নুরপুর, মুহাম্মদ নিল মিয়া র্সদার নবগ্রাম, মুহাম্মদ হুমায়ন মিয়া র্সদার নুরপুর, মুহাম্মদ আবুল কাসেম র্সদার ২য় মুরাদপুর, জাহাঙ্গীর র্সদার কাটাবিল, মুহাম্মদ জুয়েল রানা কাটাবিল,কুমিল্লা মহানগরের বিভিন্ন জামে মসজিদের খতিব,ইমাম,ইসলামি ছাত্রসেনা,গাউসিয়া কমিটি,বখশীয়া যুব ফোরামসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও কুমিল্লা মহানগরের বিভিন্ন দরবার শরীফের পীর সাহেব, খানকা সমুহের খলিফাগণ-খাদেমগণ।