Dhaka 10:09 am, Thursday, 26 December 2024

কুমিল্লা গোমতী নদীর বাঁধে বুড়বুড়িয়া এলাকাতে ধস;বুড়িচংয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ধসে গেছে কুমিল্লার গোমতী নদীর বাঁধ। ফলে লোকালয়ে প্রবেশ করছে বন্যার পানি। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার রাত ১২টা ৪৫ মিনিটের দিকে বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের বুড়বুড়িয়া এলাকায় প্রায় ৩০ ফুট এলাকাজুড়ে বাঁধ ধসে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল হোসেন। পানির তীব্র স্রোতে ধসে যাওয়া বাঁধের আয়তন বাড়ছে বলে জানান তিনি। জানা যায়, সন্ধ্যা থেকেই বুড়িচংয়ের বুড়বুড়িয়া এলাকায় বাঁধ ধসে যাওয়ার উপক্রম হয়েছিল। পরে সেনাবাহিনীর দুটি টিম বাঁধ রক্ষায় এগিয়ে এলে স্থানীদের বাঁধার মুখে পড়ে। পরে ব্যর্থ হয়ে ফিরে যান তারা।এদিকে বাঁধ ধসে যাওয়ার ফলে কুমিল্লার বুড়িচং এবং ব্রাক্ষণপাড়া উপজেলা শতভাগ প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। পানি বাড়তে পারে কুমিল্লা নগরীতেও।

কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবদুল লতিফ বলেন, বুড়বুড়িয়া এলাকায় গোমতীর বাঁধ ধসের ঘটনা ঘটেছে। লে গ্রামের পর গ্রাম প্লাবিত হচ্ছে। আমরা গত কয়েকদিন ধরেই স্থানীয় মানুষজনকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশনা দিয়ে আসছি।

ট্যাগস :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com

কুমিল্লা গোমতী নদীর বাঁধে বুড়বুড়িয়া এলাকাতে ধস;বুড়িচংয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

আপলোড সময় : 06:12:10 am, Friday, 23 August 2024

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ধসে গেছে কুমিল্লার গোমতী নদীর বাঁধ। ফলে লোকালয়ে প্রবেশ করছে বন্যার পানি। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার রাত ১২টা ৪৫ মিনিটের দিকে বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের বুড়বুড়িয়া এলাকায় প্রায় ৩০ ফুট এলাকাজুড়ে বাঁধ ধসে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল হোসেন। পানির তীব্র স্রোতে ধসে যাওয়া বাঁধের আয়তন বাড়ছে বলে জানান তিনি। জানা যায়, সন্ধ্যা থেকেই বুড়িচংয়ের বুড়বুড়িয়া এলাকায় বাঁধ ধসে যাওয়ার উপক্রম হয়েছিল। পরে সেনাবাহিনীর দুটি টিম বাঁধ রক্ষায় এগিয়ে এলে স্থানীদের বাঁধার মুখে পড়ে। পরে ব্যর্থ হয়ে ফিরে যান তারা।এদিকে বাঁধ ধসে যাওয়ার ফলে কুমিল্লার বুড়িচং এবং ব্রাক্ষণপাড়া উপজেলা শতভাগ প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। পানি বাড়তে পারে কুমিল্লা নগরীতেও।

কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবদুল লতিফ বলেন, বুড়বুড়িয়া এলাকায় গোমতীর বাঁধ ধসের ঘটনা ঘটেছে। লে গ্রামের পর গ্রাম প্লাবিত হচ্ছে। আমরা গত কয়েকদিন ধরেই স্থানীয় মানুষজনকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশনা দিয়ে আসছি।