কুমিল্লার মেঘনা উপজেলায় গোপন সূত্রের ভিত্তিতে যুবলীগের দুই নেতাকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। গ্রেপ্তারকৃত ব্যক্তি দুইজন আপন দুই ভাই বলে জানা গেছে।
শুক্রবার (১১ অক্টোবর) দিনগত গভীর রাতে উপজেলার রামপুর বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে একজন কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক শাহ আলম ও অন্যজন মেঘনা উপজেলা যুবলীগের সদস্য জাহাঙ্গীর আলম।
এ বিষয়ে মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল আমাদের এই প্রতিনিধিকে এ তথ্য নিশ্চিত করে বলেন, অভিযানকালে দেশীয় অস্ত্র, মদ, জুয়া, মাদক সেবন ও অনৈতিক কার্যকলাপের সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পুলিশ বাদী হয়ে দুটি পৃথক মামলা রুজু করেছে।
প্রকাশক : মাসুদ রানা সুইট । সম্পাদক : আবুল হাসনাত অমি । নগর সম্পাদক : ইফতেখার আলম বিশাল নির্বাহী সম্পাদক : রুবেল আহম্মেদ । মফস্বল সম্পাদক : মোস্তাফিজুর রহমান । ব্যবস্থাপনা সম্পাদক : নীলা সুলতানা । বার্তা সম্পাদক : -------------- । সহ-বার্তা সম্পাদক : আলিফ বিন রেজা । সহ-বার্তা সম্পাদক :
Copyright © 2024 Dainiksopnerbangladesh.com. All rights reserved.