কুমিল্লার দেবিদ্বার উপজেলার বিহার মন্ডল এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে ।
শুক্রবার বিকেলে উপজেলার বিহার মন্ডল বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠ প্রাঙ্গনে বিএনপির বিশাল কর্মীসভা শুরুতে কোরআন থেকে তেলাওয়াত ও অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করে নেয় নেতাকর্মীরা ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সী ।
বিশেষ অতিথি ছিলেন দেবিদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ গিয়াস উদ্দিন , মহিউদ্দিন আহমেদ (বিপি মাহফুজ,)।
বক্তব্য রাখেন সদস্য সচিব কাজী মাসুদ হাসান, সদস্য সচিব আলিম পাঠান, দেবিদ্বার উপজেলা যুবদলের সভাপতি মোঃ নুরুজ্জামান, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল হাসান রাকিব, সুরুজ, মোস্তফা, আব্দুর রহিম, খোরশেদ আলম, এস এম জাবিদ, মশিউর রহমান, ফয়সাল হোসেন শান্ত, ছাত্রদল নেতা মোঃ শফিক খান , আবুল হোসেন।
কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন ১৬ নং মোহনপুর ইউনিয়ন বিএনপি আহবায়ক মোঃ রমিজ উদ্দিন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ১৬ নং মোহনপুর ইউনিয়ন বিএনপি সদস্য সচিব মোঃ নাইরুজ্জামান।
সম্মেলনে বক্তারা বলেন দীর্ঘ ১৬ বছর যাবত আওয়ামী লীগ সরকারের নির্যাতন থেকে আমাদের বিএনপি নেতাকর্মীরা রেহাই পায়নি। এখনো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের ষড়যন্ত্র করছে এবং নেতাকর্মীদেরকে হয়রানি করার চেষ্টা করছে।
বিএনপি মানুষের কাজ করে, বিএনপি অসহায় মানুষের পাশে দাঁড়ায়। বিএনপি চাঁদাবাজি করে না, গুম খুন করে না। বিএনপি মানুষের কল্যাণের রাজনীতি করে থাকে।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সামনের দিনগুলোতে অসহায় মানুষের পাশে থাকবে যেমনটা ছিল পূর্বেও। আর যারা বিএনপির নাম ভাঙ্গিয়ে জায়গা করে টেন্ডারবাজি করে চাঁদাবাজি করে তারা কখনো বিএনপির কর্মী হতে পারে না।