কুমিল্লা দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ এলাকার একটি বিল থেকে দুইজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৮ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মরদেহ দুটি উদ্ধার করা হয় বলে কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দেবিদ্বার সার্কেল) মো.শাহীন জানান।
মৃতরা হলেন-দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ গ্রামের দুলু মিয়ার ছেলে মনির হোসেন (২৫) ও খাগড়াছড়ির রামগড় উপজেলার সুখাকেন্দ্রায় গ্রামের রহুল আমিন মিয়ার ছেলে মোহন মিয়া (৩৫)।
পুলিশ বলছে, তারা ইন্টারনেটের বিল উত্তোলন, লাইন সংযোগ ও মেরামতের কাজ করতেন। তবে কিভাবে তাদের মৃত্যু হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
নিহত যুবকরা যেই ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানে কাজ করতেন সেটির মালিক বদিউল আলম সানোয়ার বলেন, “মনির নিজের বাড়িতে আর মোহন অফিসে থাকতো। আমি ঘটনাটি তদন্ত করে দেখার দাবি জানাচ্ছি।
সিনিয়র সহকারী পুলিশ সুপার শাহীন বলেন, “ঘটনাস্থল থেকে সিরিঞ্জ, সিগারেট, মোবাইল ফোন ও স্পিরিটের খালি বোতলসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম পাওয়া গেছে। এটা হত্যাকাণ্ড কি-না তা এখনই বলা সম্ভব হচ্ছে না।
“আলামতগুলো পরীক্ষা করে দেখা হবে। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।”লাশ দুটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।