Dhaka 11:11 pm, Monday, 23 December 2024

কুমিল্লার তিতাসে দিনে দুপুরে ইটভাটা থেকে ইট লুটপাটের অভিযোগ

কুমিল্লার তিতাসে দিনে দুপুরে ইটভাটা থেকে ইট লুটপাটের অভিযোগ ওঠেছে।

ভিটিকান্দি ইউনিয়ন ওয়ার্ড আ,লীগ নেতা শামসুল হক মোল্লার বিরুদ্ধে।

১৬ নভেম্বর সরজমিনে দেখা যায়,ভিটিকান্দি ইউনিয়নের জগতপুরুস্থ ন‍্যাশনাল ব্রিকফিল্ড থেকে শামসুল হক মোল্লার ছেলে মো:নুরুজ্জামানসহ ১০-১৫ জনের একটি গ্রুপ ৬-৭ টি ট্রাক ভরে ইট তুলে দিচ্ছে।

এ বিষয়ে ব্রিক ফিল্ডের পার্টনার মোঃ জামাল হোসেন বলেন,ব্রিক ফিল্ডটি ২০১২ সালে চালু হয় পার্টনার আবুল হোসেন মোল্লা,মো:নজরুল ইসলাম,মো:জামাল হোসেন ও মো:শামসুল হক মোল্লার মাধ্যমে।

২০২২ ইং সনে হিসাব নিকাশ করে যার যার পাওনা বুঝিয়ে দেওয়া হয় এবং শামসুল হক মোল্লা পার্টনার থেকে সরে যান।
বর্তমানে আমরা তিনজন পার্টনার আছি।
৫ আগস্ট সরকার পতনের পর আবুল হোসেন মোল্লা আত্মগোপনে চলে গেলে বহিরাগত লোকজন নিয়ে ইটগুলো লুট করে নিয়ে যাচ্ছে শামসুল হক মোল্লা।

গত একসপ্তাহ যাবত ৬-৭ টি গাড়ি লাগিয়ে তড়িগড়ি করে প্রায় ৬০ লক্ষাধিক ইট নিয়ে যায়।

অভিযোগ অস্বীকার করে শামসুল হক মোল্লা বলেন আমি ন‍্যাশনাল ব্রিকফিল্ডের একজন পার্টনার।

বিগত বছরগুলোতে সাবেক চেয়ারম্যান সন্ত্রাসী আবুল হোসেন মোল্লাগং এর কারণে আমরা এলাকায় আসতে পারিনি।
কোন হিসাব নিকাশ করতে পারিনি। ২০২২ ইং সনে তিতাস থানায় বসে হিসাব নিকাশ করা হলে আমার পাওনা টাকা বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও বুঝিয়ে দেওয়া হয় নি। আমার পাওনা টাকা বুঝে পেতেই ইট বিক্রি করছি।

তবে এ বিষয়ে শামসুল হক মোল্লার ছেলে নুরুজ্জামান বলেন, ব্রিক ফিল্ডে আমাদের সাড়ে ৯ কানি জমি রয়েছে। এখানে অন‍্য পার্টনারদের জমি নেই। তারা মালিক হলে আমরা কিভাবে মালিক হই না?

এ বিষয়ে তিতাস থানার ওসি মামুনুর রশীদ বলেন,আমাকে ওভারফোনে অবগত করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব‍্যবস্থা নেওয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com

কুমিল্লার তিতাসে দিনে দুপুরে ইটভাটা থেকে ইট লুটপাটের অভিযোগ

আপলোড সময় : 06:21:38 pm, Sunday, 17 November 2024

কুমিল্লার তিতাসে দিনে দুপুরে ইটভাটা থেকে ইট লুটপাটের অভিযোগ ওঠেছে।

ভিটিকান্দি ইউনিয়ন ওয়ার্ড আ,লীগ নেতা শামসুল হক মোল্লার বিরুদ্ধে।

১৬ নভেম্বর সরজমিনে দেখা যায়,ভিটিকান্দি ইউনিয়নের জগতপুরুস্থ ন‍্যাশনাল ব্রিকফিল্ড থেকে শামসুল হক মোল্লার ছেলে মো:নুরুজ্জামানসহ ১০-১৫ জনের একটি গ্রুপ ৬-৭ টি ট্রাক ভরে ইট তুলে দিচ্ছে।

এ বিষয়ে ব্রিক ফিল্ডের পার্টনার মোঃ জামাল হোসেন বলেন,ব্রিক ফিল্ডটি ২০১২ সালে চালু হয় পার্টনার আবুল হোসেন মোল্লা,মো:নজরুল ইসলাম,মো:জামাল হোসেন ও মো:শামসুল হক মোল্লার মাধ্যমে।

২০২২ ইং সনে হিসাব নিকাশ করে যার যার পাওনা বুঝিয়ে দেওয়া হয় এবং শামসুল হক মোল্লা পার্টনার থেকে সরে যান।
বর্তমানে আমরা তিনজন পার্টনার আছি।
৫ আগস্ট সরকার পতনের পর আবুল হোসেন মোল্লা আত্মগোপনে চলে গেলে বহিরাগত লোকজন নিয়ে ইটগুলো লুট করে নিয়ে যাচ্ছে শামসুল হক মোল্লা।

গত একসপ্তাহ যাবত ৬-৭ টি গাড়ি লাগিয়ে তড়িগড়ি করে প্রায় ৬০ লক্ষাধিক ইট নিয়ে যায়।

অভিযোগ অস্বীকার করে শামসুল হক মোল্লা বলেন আমি ন‍্যাশনাল ব্রিকফিল্ডের একজন পার্টনার।

বিগত বছরগুলোতে সাবেক চেয়ারম্যান সন্ত্রাসী আবুল হোসেন মোল্লাগং এর কারণে আমরা এলাকায় আসতে পারিনি।
কোন হিসাব নিকাশ করতে পারিনি। ২০২২ ইং সনে তিতাস থানায় বসে হিসাব নিকাশ করা হলে আমার পাওনা টাকা বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও বুঝিয়ে দেওয়া হয় নি। আমার পাওনা টাকা বুঝে পেতেই ইট বিক্রি করছি।

তবে এ বিষয়ে শামসুল হক মোল্লার ছেলে নুরুজ্জামান বলেন, ব্রিক ফিল্ডে আমাদের সাড়ে ৯ কানি জমি রয়েছে। এখানে অন‍্য পার্টনারদের জমি নেই। তারা মালিক হলে আমরা কিভাবে মালিক হই না?

এ বিষয়ে তিতাস থানার ওসি মামুনুর রশীদ বলেন,আমাকে ওভারফোনে অবগত করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব‍্যবস্থা নেওয়া হবে।