কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন সুজাতাপুর এলাকায় ১২৫ বোতল ফেন্সিডিল ও মাদক পরিবহনে ব্যবহৃত ০১ টি কাভার্ডভ্যান গাড়ীসহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি চৌকস টিম।
চৌদ্দগ্রাম থানায় কর্মরত এসআই(নিঃ)মোহাম্মদ আলমগীর সঙ্গীয় ফোর্সনিয়ে (২৩মে) রাত ০২.৪৫ মিনিটের সময় চৌদ্দগ্রাম থানাধীন সুজাতাপুর লাকি হোটেলের পশ্চিম পাশে ঢাকা—চট্টগ্রামগামী মহাসড়কের উপর চেকপোস্ট ডিউটি করাকালে ০১ টি কাভার্ডভ্যান তল্লাশী করে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হন।
গ্রেফতারকৃত আসামীরা হলো,খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানার ৬ নং ওয়ার্ডের যোগ্যছোলা গ্রামের খোরশেদ আলমের ছেলে মোঃ মোরশেদ আলম ওরফে সোহেল (২৫),নোয়াখালী জেলার সুধারাম থানার ১৬নং নেওয়াজপুর ইউনিয়নের ০৪নং ওয়ার্ডের মাছিমপুর গ্রামের হাজী তোফায়েল আহমেদ এর ছেলে মোঃ আলাউদ্দিন (৩৮),খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানার ৩নং যোগ্যছোলা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের যোগ্যছোলা(চেয়ারম্যানপাড়া) গ্রামের মোঃ সাজু মিয়ার ছেলে মোঃ সাদ্দাম হোসেন (২৫),চট্টগ্রাম জেলার ভুজপুর থানার পশ্চিম সাপমারা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মোঃ ওমর ফারুক (১৯)।
বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ ত্রিনাথ সাহা তন্ময় বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করা হয়েছে।
মাদকের মত সামাজিক ব্যাধির বিরুদ্ধে চৌদ্দগ্রাম পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।