কুমিল্লায় জেলা গোয়েন্দা শাখা এবং পুলিশ ফোর্সের সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রামে শনিবার সকালে মোঃ সোহাগ নামের ব্যক্তির বাসায় প্রায় ৫০০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫২ গ্রাম সাদা আইস উদ্ধার করে গ্রেফতার করা হয়েছে।
মাদকদ্রব্য অভিযানে সক্রিয় হয়েছে চৌদ্দগ্রামের থানাধীন পশ্চিম চান্দিশকড়া এলাকার পুলিশ প্রশাসক ও সঙ্গী ফোর্স।
গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রামের থানাধীন পশ্চিম চান্দিশকড়া সাকিনের মোঃ সোহাগ (৩৪) এর নিজ বসত ঘরে আসামী সোহাগের কাছ থেকে ২টি এয়ার টাইট পলিপ্যাকেটে ৫২ গ্রাম সাদা আইস এবং স্কচটেপ দ্বারা মোড়ানো ২৫টি এয়ার টাইট পলিপ্যাকেটে ৫০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
উক্ত ঘটনায় চৌদ্দগ্রাম থানার মামলা নং- তারিখ- ২৮/০৪/২০২৪ খ্রিঃ; ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর টেবিল ১০(ক)/১০(গ) রুজু করা হয়েছে।
উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামী মোঃ সোহাগ (৩৪) এর বিরুদ্ধে পূর্বের ০৪ টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে ।
প্রকাশক : মাসুদ রানা সুইট । সম্পাদক : আবুল হাসনাত অমি । নগর সম্পাদক : ইফতেখার আলম বিশাল নির্বাহী সম্পাদক : রুবেল আহম্মেদ । মফস্বল সম্পাদক : মোস্তাফিজুর রহমান । ব্যবস্থাপনা সম্পাদক : নীলা সুলতানা । বার্তা সম্পাদক : -------------- । সহ-বার্তা সম্পাদক : আলিফ বিন রেজা । সহ-বার্তা সম্পাদক :
Copyright © 2024 Dainiksopnerbangladesh.com. All rights reserved.