কুমিল্লা প্রতিনিধি ###
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সরকার পতনের এক দফা দাবিতে সর্বাত্মক অসহযোগের মধ্যে কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়ে থানায় ঢুকে এক পুলিশ কনস্টেবলকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
রোববার (৪ আগস্ট) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক লাগোয়া জেলার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ হাইওয়ে থানায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন হাইওয়ে কুমিল্লা অঞ্চলের সহকারী পুলিশ সুপার মাসুম সরদার।
নিহত পুলিশ কনস্টেবলের নাম মো. এরশাদ আলী। সহকারী পুলিশ সুপার মাসুম সরদার জানান, রোববার দুপুরে আন্দোলনরতরা মিছিল নিয়ে দুপুরে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানায় ঢুকে প্রথমে নিচতলা ভাংচুর করে এবং পরে দ্বিতীয় তলায় ভাঙচুর চালায়। একপর্যায়ে থানায় অগ্নিসংযোগ করে কনস্টেবল এরশাদকে টেনেহিঁচড়ে বাহিরে নিয়ে আসে এবং পরে তাকে এলোপাতাড়ি পিটিয়ে হত্যা করে।
পুলিশ জানায়, আন্দোলন চলাকালে হঠাৎ কয়েকশো দুর্বৃত্ত ইলিয়টগঞ্জ হাইওয়ে থানায় আক্রমণ করে। এ সময় পুলিশ সদস্যরা ভবনের ছাদে উঠে আশ্রয় নেয়। কিন্তু কনস্টেবল এরশাদ আর উঠতে েননি পরে দুর্বৃত্তরা এরশাদকে একা পেয়ে পিটিয়ে হত্যা করে।
খবর পেয়ে সেনাবাহিনীর একটি টহল টিম সেখানে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কুমিল্লায় সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে বাসচালক নিহত
নিহত কনস্টেবল এরশাদের মরদেহ ফাঁড়িতে রয়েছে বলে জানান সহকারী পুলিশ সুপার।
এর আগে সর্বাত্মক অসহযোগ আন্দোলনকারী ও ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ চলাকালে কুমিল্লার দেবিদ্বারে একজন পথচারী নিহত হয়েছে ন।
প্রকাশক : মাসুদ রানা সুইট । সম্পাদক : আবুল হাসনাত অমি । নগর সম্পাদক : ইফতেখার আলম বিশাল নির্বাহী সম্পাদক : রুবেল আহম্মেদ । মফস্বল সম্পাদক : মোস্তাফিজুর রহমান । ব্যবস্থাপনা সম্পাদক : নীলা সুলতানা । বার্তা সম্পাদক : -------------- । সহ-বার্তা সম্পাদক : আলিফ বিন রেজা । সহ-বার্তা সম্পাদক :
Copyright © 2024 Dainiksopnerbangladesh.com. All rights reserved.