হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মো: খাইরুল আলম এর নির্দেশনায় মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় রিলাক্স পরিবহনের পলাতক ড্রাইভার তারেক হোসেন (৩৩) কে লক্ষীপুর সদর থানার পশ্চিম লক্ষীপুর গ্রামে তাহার নিজ বাড়ী হতে গ্রেফতার করতে সক্ষম হয়।
উল্লেখ্য, রিলাক্স পরিবহনটি গত ১৭ মে ২০২৪ তারিখ রাত অনুমান ১২ টা ৪০ মিনিটে ঢাকার আরামবাগ হতে চট্রগ্রাম জেলার উদ্দেশ্য রওনা করে।বাসটি চট্রগ্রামে পৌছানোর সময় ছিল সকাল ৭টার মধ্যে। আনুমানিক সকাল ০৭টার কিছুক্ষণ আগে মিয়াবাজার হাইওয়ে থানাধীন চৌদ্দগ্রাম এর বসন্তপুর নামক স্থানে রিলাক্স পরিবহন (রেজিষ্ট্রেশন নং যশোর-ব-১১-০২৫১) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাম পাশে বাশঝাড়ে গাড়িটি বাম দিকে কাত হয়ে পড়ে এবং গাড়ির নিচে চাপা পড়ে গাড়িতে থাকা ১ জন সুপারভাইজার ১ জন হেলপার সহ সর্বমোট ৫ জন নিহত হয়।
নিহত ৫ জন হলো, চট্টগ্রাম বাঁশখালী থানার নুরুল আবছার এর ছেলে বদরুল হাসান (২৬), নোয়াখালী চাটখিল থানার মৃত মোখলেছুর রহমান এর ছেলে নাছির উদ্দিন পলাশ (৪০) কক্সবাজার,টেকনাফ থানার মৃত মতিউর রহমান এর ছেলে মোহাম্মদ হোসেন,লক্ষ্মীপুর, দালাল বাজার লাল মিয়ার ছেলে আবু তাহের খোকন (হেলপার), ময়মনসিংহ মুক্তাগাছা থানার সুলতান মিয়ার ছেলে মাসুদ (২১) (সুপারভাইজার)
এ সংক্রান্ত ব্যাপারে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা রুজু করা হয়। ঘটনার রহস্য উদঘাটনে লক্ষ্যে আসামী রিলাক্স পরিবহনের ড্রাইভার তারেক হোসেন (৩৩)কে হাইওয়ে পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করা হয়।
হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মো: খাইরুল আলম তথ্যটি নিশ্চিত করেছেন।
প্রকাশক : মাসুদ রানা সুইট । সম্পাদক : আবুল হাসনাত অমি । নগর সম্পাদক : ইফতেখার আলম বিশাল নির্বাহী সম্পাদক : রুবেল আহম্মেদ । মফস্বল সম্পাদক : মোস্তাফিজুর রহমান । ব্যবস্থাপনা সম্পাদক : নীলা সুলতানা । বার্তা সম্পাদক : -------------- । সহ-বার্তা সম্পাদক : আলিফ বিন রেজা । সহ-বার্তা সম্পাদক :
Copyright © 2024 Dainiksopnerbangladesh.com. All rights reserved.