তৃণমূল পর্যায়ে নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য হাফিজউল্লাহ খোকন নিজ অর্থয়ানে ৩৬ জন হত দরিদ্র পরিবারের মাঝে ১টি করে ছাগল বিতরণ করেন। গ্রামের হত দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে যানান তিনি ।
সোমবার দুপুরে সদর দক্ষিণ উপজেলার পূর্ব জোড় কানন ইউনিয়নের আক্তার আলী মডেল স্কুল মাঠে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার রোবাইয়া খানম।