কুমিল্লার আদর্শ সদরের দিদার মডেল হাই স্কুল এর প্রধান শিক্ষক মহাদেব চন্দ্র দে এবং সভাপতি মোশাররফ হোসেন এর বিরুদ্বে বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ এর অভিযোগ ও আত্মসাৎকৃত অর্থ ফিরিয়ে দিয়ে পদত্যাগের দাবীতে মানববন্ধন করেছে স্কুলের শিক্ষক শিক্ষার্থীর ও এলাকাবাসীরা।
সোমবার(১২ আগস্ট) দিদার মডেল হাই স্কুল এর সামনে উক্ত মানববন্ধন করা হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, দিদার মডেল হাই স্কুল এর সহকারী প্রধান শিক্ষক অর্চনা দেবনাথ, সিনিয়র শিক্ষক ইয়াসিন আক্তার, শাহআলম, মেহেরুন্নেছা বেগম, শাহাজান সরকার, শামসুন্নাহার বেগম, অহিদুল ইসলাম, শামীমা নাছরিন। সহকারী জহিরুল কাইয়ুম, সহকারী শিক্ষক অসীম সরকার, মনির হোসেন, ইলিয়াস আহমেদ, সারওয়ার জাহান, আলমগীর হোসনে, বোরহান উদ্দিন, মানজু আহমেদ, কামল উদ্দিন, দিদার সমিতির সাংগঠিক সম্পাদক আবু নোমান , যুবদলের নেতা রিপন, ইঞ্জিনিয়ার তুহিন স্কুলের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা, সুশীল সমাজ, এলাকাবাসী সহ আরো অনেকে।
এ সময় ছাত্ররা বলেন, আমরা দূর্নীতিবাজ প্রধান শিক্ষককে আমাদের স্কুলে আর চাই না। ওনাকে পদত্যাগ করতে হবে আর ওনি যদি পদত্যাগ না করেন তাহলে কাল থেকে আমরা ছাত্রছাত্রী আর ক্লাস রুমে ফিরে যাবো না।
মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের বর্তমান প্রধান শিক্ষক ও সভাপতি স্কুলের অনেক সম্পদ আত্মসাৎ করছে তিনি যেনো অনতিবিলম্বে স্কলের আত্মসাৎ কৃত সকল সম্পদ ফিরিয়ে দিয়ে পদত্যাগ করেন।
প্রকাশক : মাসুদ রানা সুইট । সম্পাদক : আবুল হাসনাত অমি । নগর সম্পাদক : ইফতেখার আলম বিশাল নির্বাহী সম্পাদক : রুবেল আহম্মেদ । মফস্বল সম্পাদক : মোস্তাফিজুর রহমান । ব্যবস্থাপনা সম্পাদক : নীলা সুলতানা । বার্তা সম্পাদক : -------------- । সহ-বার্তা সম্পাদক : আলিফ বিন রেজা । সহ-বার্তা সম্পাদক :
Copyright © 2025 Dainiksopnerbangladesh.com. All rights reserved.