Dhaka 11:56 am, Wednesday, 25 December 2024

কুমিল্লায় সাংবাদিক আলতাফ হোসেনের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মরহুম মুহাম্মদ আলতাফ হোসেনের রুহের মাগফেরাত কামনায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ নভেম্বর ২০২৪ খ্রিঃ) বিকালে কুমিল্লা প্রেসক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার কুমিল্লা জেলা কমিটির যুগ্ন আহবায়ক মোঃ বাবর হোসেনের সভাপতিত্বে দোয়া মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মো: মমিনুর রশিদ শাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মুহাম্মদ কামরুল হাসান, সহ-সভাপতি মো: খাইরুল মজিদ, যুগ্ম মহাসচিব মো: আব্দুল মজিদ, যুগ্ম মহাসচিব মো:কাজী মাহমুদুল হাসান, সহকারী সচিব মো: আতিকুর রাহমান আজাদ, সহ-মহাসচিব মো: হাসান সরদার জুয়েল, অর্থ সচিব মো: আবেদ আলী।

আলোচনা সভায় বক্তারা সাংবাদিক মরহুম মুহাম্মদ আলতাফ হোসেন এর বর্ণাঢ্য জীবন ও কর্ম নিয়ে বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।

মো: জুয়েল রানা মজুমদার এর পরিচালনায় আরো উপস্থিত ছিলেন, উপদেষ্টা ওমর ফারুকী তাপস, কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো: সাদিক মামুন, জাতীয় সাংবাদিক সংস্থার কুমিল্লা জেলা কমিটির সহ সভাপতি মোঃ আবদুল আউয়াল সরকার, সহ সভাপতি জয়দল হোসেন, সহ-সাধারন সম্পাদক রেজাউল করিম সাংগঠনিক সম্পাদক মো: কামরুজ্জামান, মো: শরীফ সুমন, অর্থ সম্পাদক নারায়ণ কুন্ড, সহ-দপ্তর সম্পাদক মো: জামাল হোসেন, সহ-প্রচার সম্পাদক মো: দেলোয়ার হোসেন, বুড়িচং উপজেলা শাখার সাধারণ সম্পাদক আক্কাস আল মাহমুদ হ্দয়, কুমিল্লা মহানগর শাখার সভাপতি মইনুল হক, বরুড়া উপজেলা শাখার সভাপতি এম এ কুদ্দুছ, সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির, লালমাই উপজেলা শাখার সভাপতি জাহাঙ্গীর হোসেন, সদস্য মাহবুবুল আলম রুমি প্রমুখ।

আলোচনা শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

প্রসঙ্গত; প্রবীণ বর্ষীয়ান সাংবাদিক নেতা মুহাম্মদ আলতাফ হোসেন হাজারো সাংবাদিকদের নেতা তৈরি করেছেন। বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলায় জাতীয় সাংবাদিক সংস্থার কমিটি রয়েছে। তিনি ১৯৭০ সালে সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করে বিগত ৫৪ বছরে দৈনিক আজাদ, দৈনিক গণকণ্ঠ, দৈনিক জনতা, দৈনিক সমাজ, দৈনিক ইনকিলাব সহ বিভিন্ন পত্রিকায় বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ১৯৭০ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ বেতারের বাংলা সংবাদ বিভাগে কাজ করেন। তাছাড়া বেতারে বিভিন্ন কথিকা ও সংবাদ পর্যালোচনা লিখেছেন দীর্ঘদিন। তিনি অবিভক্ত ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য ছিলেন। তিনি নজরুল একাডেমীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন। তার উদ্যোগেই ১৯৮২ সালের ১২ই ফেব্রুয়ারি দেশের সর্বস্তরের সাংবাদিকদের একক সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থা প্রতিষ্ঠা লাভ করে। বিভিন্ন সংবাদপত্র ও ম্যাগাজিনে তার বহু প্রবন্ধ, গল্প, কবিতা ও নিবন্ধন প্রকাশিত হয়েছে। তিনি দেশের অন্যতম আন্তর্জাতিক বিশ্লেষক হিসেবে পরিচিত। ১৯৭৩ সাল থেকে তিনি আন্তর্জাতিক বিষয়ে নিয়মিত পর্যালোচনামূলক লেখা লিখে আসছেন এবং একজন সাংবাদিকদের সফল অভিভাবক ছিলেন তিনি।

Write Your Comment

About Author Information

জনপ্রিয়
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com

কুমিল্লায় সাংবাদিক আলতাফ হোসেনের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপলোড সময় : 11:28:44 pm, Friday, 8 November 2024

জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মরহুম মুহাম্মদ আলতাফ হোসেনের রুহের মাগফেরাত কামনায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ নভেম্বর ২০২৪ খ্রিঃ) বিকালে কুমিল্লা প্রেসক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার কুমিল্লা জেলা কমিটির যুগ্ন আহবায়ক মোঃ বাবর হোসেনের সভাপতিত্বে দোয়া মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মো: মমিনুর রশিদ শাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মুহাম্মদ কামরুল হাসান, সহ-সভাপতি মো: খাইরুল মজিদ, যুগ্ম মহাসচিব মো: আব্দুল মজিদ, যুগ্ম মহাসচিব মো:কাজী মাহমুদুল হাসান, সহকারী সচিব মো: আতিকুর রাহমান আজাদ, সহ-মহাসচিব মো: হাসান সরদার জুয়েল, অর্থ সচিব মো: আবেদ আলী।

আলোচনা সভায় বক্তারা সাংবাদিক মরহুম মুহাম্মদ আলতাফ হোসেন এর বর্ণাঢ্য জীবন ও কর্ম নিয়ে বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।

মো: জুয়েল রানা মজুমদার এর পরিচালনায় আরো উপস্থিত ছিলেন, উপদেষ্টা ওমর ফারুকী তাপস, কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো: সাদিক মামুন, জাতীয় সাংবাদিক সংস্থার কুমিল্লা জেলা কমিটির সহ সভাপতি মোঃ আবদুল আউয়াল সরকার, সহ সভাপতি জয়দল হোসেন, সহ-সাধারন সম্পাদক রেজাউল করিম সাংগঠনিক সম্পাদক মো: কামরুজ্জামান, মো: শরীফ সুমন, অর্থ সম্পাদক নারায়ণ কুন্ড, সহ-দপ্তর সম্পাদক মো: জামাল হোসেন, সহ-প্রচার সম্পাদক মো: দেলোয়ার হোসেন, বুড়িচং উপজেলা শাখার সাধারণ সম্পাদক আক্কাস আল মাহমুদ হ্দয়, কুমিল্লা মহানগর শাখার সভাপতি মইনুল হক, বরুড়া উপজেলা শাখার সভাপতি এম এ কুদ্দুছ, সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির, লালমাই উপজেলা শাখার সভাপতি জাহাঙ্গীর হোসেন, সদস্য মাহবুবুল আলম রুমি প্রমুখ।

আলোচনা শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

প্রসঙ্গত; প্রবীণ বর্ষীয়ান সাংবাদিক নেতা মুহাম্মদ আলতাফ হোসেন হাজারো সাংবাদিকদের নেতা তৈরি করেছেন। বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলায় জাতীয় সাংবাদিক সংস্থার কমিটি রয়েছে। তিনি ১৯৭০ সালে সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করে বিগত ৫৪ বছরে দৈনিক আজাদ, দৈনিক গণকণ্ঠ, দৈনিক জনতা, দৈনিক সমাজ, দৈনিক ইনকিলাব সহ বিভিন্ন পত্রিকায় বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ১৯৭০ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ বেতারের বাংলা সংবাদ বিভাগে কাজ করেন। তাছাড়া বেতারে বিভিন্ন কথিকা ও সংবাদ পর্যালোচনা লিখেছেন দীর্ঘদিন। তিনি অবিভক্ত ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য ছিলেন। তিনি নজরুল একাডেমীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন। তার উদ্যোগেই ১৯৮২ সালের ১২ই ফেব্রুয়ারি দেশের সর্বস্তরের সাংবাদিকদের একক সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থা প্রতিষ্ঠা লাভ করে। বিভিন্ন সংবাদপত্র ও ম্যাগাজিনে তার বহু প্রবন্ধ, গল্প, কবিতা ও নিবন্ধন প্রকাশিত হয়েছে। তিনি দেশের অন্যতম আন্তর্জাতিক বিশ্লেষক হিসেবে পরিচিত। ১৯৭৩ সাল থেকে তিনি আন্তর্জাতিক বিষয়ে নিয়মিত পর্যালোচনামূলক লেখা লিখে আসছেন এবং একজন সাংবাদিকদের সফল অভিভাবক ছিলেন তিনি।