কুমিল্লায় সাংবাদিকের তৎপরতায় ও জেলা প্রশাসকের হস্তক্ষেপে গোমতি নদীর চর থেকে রাতের আধারে দুটি ট্রাক জব্দ করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান।
শনিবার (৭ ডিসেম্বর) মধ্য রাতে দৈনিক মুক্ত খবরের কাছে তথ্য আসে যে, সদর উপজেলাধীন শাহপুর এলাকায় গোমতি নদী থেকে সুবর্ণপুর এলাকার এক দল মাটি খেকো মাটি কেটে নিয়ে যাচ্ছেন। খবর পেয়ে সত্যতা যাচাই করতে সরাসরি মাঠে নামেন এবং এর সত্যতাও পান দৈনিক মুক্ত খবর ও দৈনিক আলোকিত প্রতিদিনের প্রতিনিধি সাংবাদিক আবু বকর সিদ্দিক। এ সময় মাটি খেকোর চক্রটির দাবি করেন যে, গোমতি নদী থেকে কাটা মাটিগুলো ডিসি সাহেবের বাঙলোতে সরবরাহ করা হচ্ছে। বিষয়টি ওই সাংবাদিকের সন্দেহ হলে তাৎক্ষনিকভাবে কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছারকে অবগত করে এর সত্যতা জানতে চাইলে বেরিয়ে আসে মাটি খেকোদের প্রতারণার আসল রহস্য। বিষয়টি জেলা প্রশাসক আমিরুল কায়ছার আমলে নিয়ে ওই রাতেই দ্রুত ব্যবস্থা নিতে আদর্শ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহানকে নির্দেশ দেন তিনি। পরে নির্দেশ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে অপরাধীরা পালিয়ে যেতে সক্ষম হলেও সেনাবাহিনীর সহায়তায় দুটি মাটি ভর্তি ট্রাক জব্দ করেন তিনি। জেলা প্রশাসক আমিরুল কায়ছার মাটি ভর্তি ট্রাক জব্দের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে কাউকে পাওয়া যায় নি। তবে দুটি ট্রাক জব্দ করা হয়েছে। এসিল্যান্ড সাহেব সেনাবাহিনীর সহায়তায় অভিযানটি পরিচালনা করেছেন। এসময় তিনি ওই সাংবাদিককে সহযোগিতার জন্য ধন্যবাদও জানান। গোমতী নদীর চর অঞ্চলে কৃষকরা ফসল ফলিয়ে তাদের জীবিকা নির্বাহ করে থাকেন। তবুও দীর্ঘদিন ধরে প্রতিবছরই নিয়ম করে দিনে রাতে গোমতি নদীর মাটি কেটে ক্ষতবিক্ষত করে আসলেও এ বছর মাটি খেকোর সিন্ডিকেটরা একে বারেই মাঠে নামতে পারেনি জেলা প্রশাসনের কড়া নজরদারির কারণে।
এ নিয়ে গোমতির চরের কৃষক ও সাধারণ মানুষ জেলা প্রশাসনকে ধন্যবাদও জানিয়ে মাটি খেকোর সিন্ডিকেটরা যাতে নদীতে না নামতে পারে এজন্য বিষয়টি দৃষ্টি রাখার জন্য অনুরোধ জানান।
প্রকাশক : মাসুদ রানা সুইট । সম্পাদক : আবুল হাসনাত অমি । নগর সম্পাদক : ইফতেখার আলম বিশাল নির্বাহী সম্পাদক : রুবেল আহম্মেদ । মফস্বল সম্পাদক : মোস্তাফিজুর রহমান । ব্যবস্থাপনা সম্পাদক : নীলা সুলতানা । বার্তা সম্পাদক : -------------- । সহ-বার্তা সম্পাদক : আলিফ বিন রেজা । সহ-বার্তা সম্পাদক :
Copyright © 2024 Dainiksopnerbangladesh.com. All rights reserved.