পতিত ফ্যাসিবাদী সরকারের আক্রোশের শিকার হয়ে ১১ বছর বন্ধ থাকার পর মজলুম ও সাহসী সাংবাদিক মাহমুদুর রহমান সম্পাদিত দৈনিক আমার দেশ পত্রিকার পুনঃ প্রকাশ উপলক্ষে কুমিল্লার বিশিষ্টজনদের অংশগ্রহণে বৃহস্পতিবার সকাল এগারোটায় কুমিল্লা প্রেস ক্লাবে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক আমার দেশ কুমিল্লা জেলা প্রতিনিধি এম হাসান।।
এসময় উপস্থিত বক্তারা বলেন , মাথা উঁচু দাঁড়াবে দৈনিক আমার দেশ। বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়াতে অগ্রনী ভূমিকা পালন করবে বাংলাদেশের জনপ্রিয় পত্রিকা দৈনিক আমার দেশ। আমার দেশ মানেই মাহমুদুর রহমান । ফ্যাসিবাদী সরকারের আক্রোশের শিকার হয়ে তিনি অনেক জুলুম নির্যাতন শিকার হয়েছেন ।নির্যাতনের পর দেশ ছেড়েছেন । জুলাই বিপ্লবে আওয়ামী ফ্যাসিবাদের বিদায়ের পর আবার দেশে এসে মজলুম মানুষের কথা বলার জন্য দৈনিক আমার দেশ চালু করেছেন। আমার দেশ পূর্বের ন্যায় দেশের আপামর জনসাধারণের কথা বলবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উদবাতুল বারী আবু, কুমিল্লা জেলা মহানগরীর জামায়াতে ইসলামীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ, কুমিল্লা দক্ষিন জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসিম উদ্দিন , জনপ্রিয় ইসলামিক বক্তা মোশতাক ফয়েজী পীর সাহেব, কুমিল্লা জেলা প্রশাসক প্রতিনিধি সিনিয়র কমিশনার শাহাদাত হোসেন, কুমিল্লা পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি মোঃ আবু বকর সিদ্দিক। কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি জহিরুল হক দুলাল,সচেতন নাগরিক কমিটির সাবেক সভাপতি বদরুল হুদা জেনু, কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবুল হাসনাত বাবুল, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার, কুমিল্লা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি কামরুজ্জামান সোহেল, কুমিল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মানব জমিনের চট্টগ্রাম ব্যুরো প্রধান জাহিদ হাসান,কুমিল্লা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক বাহার রায়হান আলোড়ন সম্পাদক রফিকুল ইসলাম, কুমিল্লা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক, ইমতিয়াজ হাসান জিতু, , বিজ্ঞান প্রযুক্তি সম্পাদক নেকবর হোসেন, ,কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক নির্বাহী সদস্য ওমর ফারুক তাপস ।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগর আহ্বায়ক আবু রায়হান, এবি পার্টির কুমিল্লা জেলা আহবায়ক, মিয়া মুহাম্মদ তৌফিক সদস্য সচিব আবদুল কাইয়ুম । কুমিল্লা মহানগর জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান জিহাদী, বুড়িচং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মনির, আমার দেশ পত্রিকার পাঠক ফোরামের সাবেক সভাপতি কুমিল্লার বিশিষ্ট ব্যবসায়ী এটি এম লুৎফর রহমান রিপন, সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক সবুজ,টুয়েন্টি ফোর এর স্টাফ রিপোর্টার জাহিদুর রহমান, কুমিল্লা এনটিভি প্রতিনিধি মাহফুজ নান্টু, আনন্দ টিভি প্রতিনিধি আহসান হাবীব পাখি, দেশ টিভি প্রতিনিধি সুমন কবির ,এশিয়ান টিভি প্রতিনিধি সৌরভ , চ্যানেল এস প্রতিনিধি রাজীব, বিজনেস বাংলাদেশ প্রতিনিধি আয়েশা আক্তার, সময়ের আলো কুমিল্লা প্রতিনিধি রুবেল মজুমদার,
কুমিল্লার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা ।
দৈনিক আমার দেশ কুমিল্লা জেলা প্রতিনিধি এম হাসান ও আজকের পত্রিকার কুমিল্লা প্রতিনিধি জহিরুল হক বাবুর সঞ্চালনায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি একাত্তর টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি কাজী এনামুল হক ফারুক। পবিত্র কুরআন তেলাওয়াত করেন কুমিল্লা দক্ষিণ জেলা প্রতিনিধি আবদুল্লাহ আল মানছুর।