চান্দিনা উপজেলার এক নিভৃত পল্লীতে গরুর গোবর ফেলাকে কেন্দ্র করে এক ভয়াবহ পারিবারিক ত্রাসের ঘটনা ঘটেছে। আপন ছোট ভাইয়ের হাতে বড় ভাই হানিফ মিয়া (৩৫) খুন হয়েছেন। বুধবার দুপুরে চান্দিনা উপজেলা সদরের আনিছ মোহাম্মদ এর বাড়িতে এই নৃশংস ঘটনা ঘটে।
জানা যায় দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে চলা এই বিবাদের সূত্রপাত তাদের পৃথক গরুর খামারের গোবর ফেলার জায়গা নিয়ে। বাড়ির পাশের একটি খালি জায়গায় দুই ভাই গোবর ফেলে আসছিলেন, যা নিয়ে বুধবার দুপুরে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। উত্তেজনা চরমে ওঠে যখন মেঝ ভাই আনিছ মিয়া বড় ভাই হানিফ মিয়াকে মারধর করে এবং এক পর্যায়ে কাঠের চোখা টুকরো দিয়ে আঘাত করেন। এই আঘাতে কাঠের টুকরোটি হানিফ মিয়ার বাম চোখের ভিতর দিয়ে মাথায় ঢুকে যায়।
তাৎক্ষনিক ভাবে হানিফ মিয়াকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চান্দিনা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আরিফুর রহমান জানান, হানিফ মিয়ার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন এবং প্রচন্ড রক্তক্ষরণ ও মস্তিস্কে আঘাত জনিত কারণে মৃত্যু ঘটেছে।
চান্দিনা থানার উপ-পরিদর্শক (এস.আই) মো. গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পরপর হত্যাকারী পালিয়ে গেছে। পুলিশ আইনগত ব্যবস্থাসহ হত্যাকারীকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এই ঘটনা স্থানীয় সমাজে এক গভীর শোকের ছায়া ফেলেছে এবং পারিবারিক বিবাদের ভয়াবহতা তুলে ধরেছে। সমাজের নেতারা এই ধরনের ঘটনা এড়ানোর জন্য সচেতনতা এবং পারিবারিক বিবাদ মীমাংসার উপর জোর দিচ্ছেন।
প্রকাশক : মাসুদ রানা সুইট । সম্পাদক : আবুল হাসনাত অমি । নগর সম্পাদক : ইফতেখার আলম বিশাল নির্বাহী সম্পাদক : রুবেল আহম্মেদ । মফস্বল সম্পাদক : মোস্তাফিজুর রহমান । ব্যবস্থাপনা সম্পাদক : নীলা সুলতানা । বার্তা সম্পাদক : -------------- । সহ-বার্তা সম্পাদক : আলিফ বিন রেজা । সহ-বার্তা সম্পাদক :
Copyright © 2024 Dainiksopnerbangladesh.com. All rights reserved.