কুমিল্লার সদর দক্ষিণে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র-সস্ত্রসহ ডাকাত দলের ২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার দক্ষিণ গোবরকাটা এলাকার মোঃ মফিজুর রহমানের ছেলে মোঃ আমির হোসেন (২৮) ও একই জেলার সুধারাম উপজেলার মাছিমপুর এলাকার মুজিবুল হকের ছেলে সাইদুল হক (২১)।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সদর দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
মোঃ আলমগীর ভূঁইয়া বলেন, বৃহস্পতিবার রাত ২ টায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, সদর দক্ষিণ থানাধীন আলোকদিয়া জেলখানা বাড়ী সংলগ্ন এনআর ফার্ণিচার এর বিপরীত পাশে ঝোপে ৮/১০ জনের একটি ডাকাত দল দেশীয় তৈরী অবৈধ আগ্নেয়াস্ত্র ও অস্ত্রসস্ত্রসহ নিয়ে কুমিল্লা-লাকসাম আঞ্চলিক মহাসড়কে চলাচলরত যানবাহনসহ আশপাশের ঘর-বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সময়, বিশেষ অভিযান পরিচালনা করি। ঘটনাস্থলে, পুলিশি অবস্থান টের পেয়ে ঝোপের মধ্যে থাকা ডাকাত দলের সদস্যরা দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তাদের ২ জন সক্রিয় সদস্যকে দেশীয় পাইপ গান, ২ রাউন্ড রাবার কার্তুজ, ২ টি রামদা,২ টি ছুরি, ১টি এসএস পাইপসহ গ্রেফতার করা হয়।
এই ঘটনায় আসামীদের বিরুদ্ধে সদর দক্ষিণ থানায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়।