আবু বকর সিদ্দিক।।
কুমিল্লা নগরীতে অভিযান চালিয়ে ধারালো অবৈধ অস্ত্রসহ একাধীক কিশোর গ্যাং গ্রুপের প্রধান তানজিম আব্দুল্লাহ (১৯) নামে এক ভয়ংকর অপরাধীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার (১১ অক্টোবর) বিকেল ৫টায় কোতয়ালী মডেল থানার সাব- ইন্সপেক্টর আঃ হাকিম এর নেতৃত্বে কুমিল্লা নগরীর রানীর বাজার এলাকায় রামমালা রোডে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
এসময় তার পকেটে থাকা ধারালো অস্ত্র চাকু উদ্ধার করা হয়। পরে তার দেখানো মতে তার ভাড়া বাসার সামনে একটি নির্মাণাধীন বিল্ডিং থেকে আরও কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালি মডেল থানার সাব- ইন্সপেক্টর আঃ হাকিম। গ্রেফতারকৃত তানজিম আদর্শ সদর উপজেলার কালীরবাজার এলাকার আব্দুল খালেক ও ফাতেমাতুজোহরার ছেলে। কুমিল্লা নগরীর অশোকতলা একালায় লন্ডনী হাউজে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন সে। গ্রেফতারকৃত তানজিম প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানাই যে, সে কিশোর গ্যাংয়ের প্রধান হিসেবে কয়েকটি গ্রুপ পরিচালনা করে। বিভিন্ন সময় সড়কে অস্ত্রসহ মোটরসাইকেল শোডাউন, মাদক সেবন, নারীদেরকে উত্ত্যক্ত করা, ছিনতাই, তুচ্ছ ঘটনায় হতাহতের ঘটনাসহ সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিলো সে। ৬ষ্ঠ ও ৭ম শ্রেণীতে পড়ুয়া কোমলমতি শিক্ষার্থীদেরকে টার্গেট করে ও বাধ্য করে কিশোর গ্যাংয়ের কুমিল্লা ব্রাদার্স কিং জুনিয়র (CBK) নামে এই গ্রুপে অন্তর্ভুক্ত করতো সে। এই গ্রুপের সদস্য সংখ্যা হচ্ছে ৪১জন। এছাড়া
কুমিল্লা ব্রাদার্স কিং (CBK) নামে আরেকটি বড় কিশোর গ্যাংয়ের গ্রুপ রয়েছে। যার সদস্য সংখ্যা হচ্ছে ২৪১ জন। এই গ্রুপটিও পরিচালনা করে গ্রেফতারকৃত তানজিম। কুমিল্লা ডেঞ্জার জোন নামে ২য় বৃহত্তর আরও একটি কিশোর গ্যাংয়ের গ্রুপ রয়েছে। যার সদস্য সংখ্যা হচ্ছে ২৩১ জন। সেটিও পরিচালনা করে সে। আর ডেঞ্জার বিগ এক্সক্লুসিভ (DBX) গ্রুপ নামে আরেকটি যে গ্রুপ রয়েছে সেটিও পরিচালনা করে সে। যার সদস্য সংখ্যা হচ্ছে ১৩০ জন। এছাড়াও কিং ন্যাশনাল গ্রুপ (KNG) নামে গ্রুপে ৭২ জন ও রয়েল ডেঞ্জার এক্সক্লুসিভ (RDX) নামে আরও একটি গ্রুপে ৬৩ জন কিশোর গ্যাং সদস্য রয়েছে। যা সবগুলোই এডমিন হিসেবে পরিচালনা করে গ্রেফতারকৃত তানজিম। অর্থাৎ এখন পর্যন্ত প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত তানজিম যে ৬টি গ্রুপ পরিচালনার করে তাতে সব মিলিয়ে ৭৭৮ জন কিশোর গ্যাংয়ের সদস্য যুক্ত আছে। এবিষয়ে কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিনুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি দৈনিক আলোকিত প্রতিদিনকে বলেন, গ্রেফতারকৃত কিশোর গ্যাংয়ের লিডার তানজিমের বিরুদ্ধে বিধি মোতাবেক মামলা প্রক্রিয়াধীন, তাকে রিমান্ডের জন্য আমরা আদালতে আবেদন করবো। কিশোর গ্যাংয়ের বাকি সদস্যদেরকেও চিহ্নিত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক : মাসুদ রানা সুইট । সম্পাদক : আবুল হাসনাত অমি । নগর সম্পাদক : ইফতেখার আলম বিশাল নির্বাহী সম্পাদক : রুবেল আহম্মেদ । মফস্বল সম্পাদক : মোস্তাফিজুর রহমান । ব্যবস্থাপনা সম্পাদক : নীলা সুলতানা । বার্তা সম্পাদক : -------------- । সহ-বার্তা সম্পাদক : আলিফ বিন রেজা । সহ-বার্তা সম্পাদক :
Copyright © 2024 Dainiksopnerbangladesh.com. All rights reserved.