এ বিতর্ক প্রতিযোগিতার পক্ষ দল বাংলাদেশ আর্মি ইউনিভাসিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি, এবং বিপক্ষ দল রাজশাহী বিশ্ববিদ্যালয়। ২০২৩-২০২৪ সেশনে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে গত বছর ১ আগস্ট হতে ১৬টি দল বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বিভিন্ন রাউন্ডে প্রতিযোগিতা শেষে এই দুটি দল ফাইনাল রাউন্ডে উন্নীত হয়। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রানার্স আপ দলের দলনেতা মোঃ সিফাত হোসেন। অনুষ্ঠানে বিতর্ক প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের সকলকে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।
বিতর্ক প্রতিযোগিতায় প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাসিক প্রশাসক ড.দেওয়ান মুহম্মদ হুমায়ূন কবীর। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারি এন্ড টেকনোলজি (বাউয়েট) উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মিজানুজ্জামান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. আমিরুল ইসলাম কনক, সম্মানিত বিচারকের দায়িত্ব পালন করেছেন রুয়েটের সহকারী অধ্যাপক ঐশী জৌতি, রুয়েটের সহকারী অধ্যাপক আজমাইন ইয়াকীন সৃজন।
ধারণকৃত বিতর্ক অনুষ্ঠানটি বাংলাদেশ বেতার, রাজশাহী থেকে আগামী ৫ নভেম্বর দুপুর ২.৩০ মিনিটে প্রচার করা হবে। এছাড়া বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রের অফিসিয়াল ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে একই সময়ে বিতর্ক অনুষ্ঠানটি প্রচার করা হবে। বিতর্ক অনুষ্ঠানটি প্রযোজনায় ছিলেন কেন্দ্রের সহকারী পরিচালক (অনুষ্ঠান) মোঃ মাসুম পারভেজ। বিতর্ক অনুষ্ঠানের বিচারক, মডারেটর ও তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ বেতার রাজশাহীর উপ-আঞ্চলিক পরিচালক মুহাম্মদ মুনিরুল হাসান এবং সার্বিক নির্দেশনায় ছিলেন বাংলাদেশ বেতার রাজশাহীর আঞ্চলিক পরিচালক হাসান আখতার।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও বাংলাদেশ বেতার রাজশাহীর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।