নাটোর শহরের পশ্চিম বড়গাছা এলাকায় একটি কলাবাগান থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৬০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৬ মার্চ) দুপুরের দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবু রায়হান জানান, দুপুরে পশ্চিম বড়গাছা এলাকায় একটি কলাবাগানে একজনের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে আলামত সংগ্রহ করা হয়েছে। তবে প্রাথমিকভাবে মৃত্যুর কোনো কারণ জানা যায়নি।মর্গের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জেনে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।