বন্যায় জনগণের জানমালের ব্যাপক ক্ষতি সাধনের পাশাপাশি ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। দেখা দিয়েছে তীব্র খাদ্য, ঔষধ ও বিশুদ্ধ পানি সংকট। এ অবস্থায় বন্যা কবলিত মানুষের পাশে দাড়িয়েছে শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের সদস্যরা।
শনিবার (৩১আগস্ট) বিকেলে কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের ওয়াহেদপুর ইসলামিয়া আলিম মাদরাসায় অবস্থানরত অসহায় মানুষদের জন্য উপজেলা পরিষদ স্কুল দেবিদ্বার
এর পক্ষ থেকে বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বন্যাদুর্গত প্রতিটি পরিবারকে খাদ্যসামগ্রী, খেজুর,মুড়ি ও স্যালাইনসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যে বিতরণ করা হয়।
উপজেলা পরিষদ স্কুল দেবিদ্বার এর সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতায় ওয়াহেদপুর ইসলামীয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে আশ্রিত বন্যার্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও ঔষধ বিতরন করা হয়। এতে প্রধান শিক্ষক মোঃ আল আমিন ও ওয়াহেদপুর মাদ্রাসার ভাইস-প্রিন্সিপাল মাওলানা মোঃ তাজুল ইসলাম,দাতা সদস্য াঃ মোঃ আবদুল আউয়াল সরকার সহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় আরো উপস্থিত ছিলেন,ওয়াহেদপুর সমাজ কল্যান পরিষদের সিনিয়র সহ সভাপতি মোঃ খাইরুল আমিন, সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক,ওসমান গনি প্রমুখ।
এ সময় বন্যা আক্রান্ত মানুষেরা উপহার সামগ্রী পেয়ে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং আবেগাপ্লুত হয়ে পরে।
প্রকাশক : মাসুদ রানা সুইট । সম্পাদক : আবুল হাসনাত অমি । নগর সম্পাদক : ইফতেখার আলম বিশাল নির্বাহী সম্পাদক : রুবেল আহম্মেদ । মফস্বল সম্পাদক : মোস্তাফিজুর রহমান । ব্যবস্থাপনা সম্পাদক : নীলা সুলতানা । বার্তা সম্পাদক : -------------- । সহ-বার্তা সম্পাদক : আলিফ বিন রেজা । সহ-বার্তা সম্পাদক :
Copyright © 2024 Dainiksopnerbangladesh.com. All rights reserved.