Dhaka 1:48 am, Tuesday, 24 December 2024

এমপিওভুক্তির দাবিতে কুমিল্লায় বেসরকারি অনার্স-মাস্টার্স শিক্ষকদের মানববন্ধন-স্মারকলিপি

তিন দশকের বৈষম্য নিরসনে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ সমূহের বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত সাড়ে ৩ হাজার অনার্স-মাস্টার্স শিক্ষককে এমপিওভুক্তির দাবিতে ও ঢাকায় শিক্ষকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন পালন করেছে বাংলাদেশ বেসরকারি অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার (২৩ অক্টোবর) দুপুরে কুমিল্লা প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন তারা। কর্মসূচিতে নানা দাবি সম্বলিত ব্যানার, ফেস্টুন ও প্লে-কার্ড নিয়ে জেলার বিভিন্ন কলেজের শিক্ষকরা অংশগ্রহণ করেন।

নূরে আলম খন্দকারের সভাপতিত্বে ও মীর মোঃ সোহেল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা উম্মে সালমা, সাবেক সভাপতি মোঃ রাশেদুল হক খান, সাধারণ সম্পাদক মোঃ নাহিদুল ইসলাম, ফরহাদ হোসেন ভূইয়া,দিদারুল আলম,মোসাম্মৎ শায়লা সুলতানা,মোঃ মিজানুর রহমান, মোঃ মামুনুর রশীদ, ইয়াসমিন ফেরদৌসী,মোঃ হান্নান মিয়া, সৈয়দ কাইজারুল ইসলাম মুহিত। এ সময় বক্তারা বলেন- একই প্রক্রিয়ায় নিয়োগ পেয়ে একই কলেজের ইন্টার ও ডিগ্রি শিক্ষকরা সরকারি বেতন পাচ্ছেন। তাছাড়াও সদ্য জাতীয়করণকৃত কলেজগুলোতে অনার্স-মাস্টার্স কলেজগুলোর শিক্ষকগণও নন-ক্যাডার মর্যাদা পেয়েছেন। ডিগ্রি পর্যায়ে জনবল কাঠামোতে না থাকলেও তৃতীয় শিক্ষকগণ এবং বেসরকারি মাদরাসায় কামিল (মাস্টার্স) শ্রেণি স্তরের নিয়োগপ্রাপ্ত শিক্ষকরাও এমপিওভুক্ত হচ্ছেন। অথচ আমাদের প্রতি সম্পূর্ণ বিমাতাসুলভ আচরণ করা হচ্ছে। বছরের পর বছর আমরা নিয়মিত দায়িত্ব পালন করলেও আমাদেরকে রাষ্ট্রীয় কোনো সুযোগ-সুবিধা দেয়া হয়নি। আমাদের ন্যায্য দাবি পূরণ না করা হবে চরম বৈষম্যমূলক আচরণ। তারা অবিলম্বে এ ব্যাপারে বিশেষ পদক্ষেপ নিতে প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা ও জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আহ্বান জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com

এমপিওভুক্তির দাবিতে কুমিল্লায় বেসরকারি অনার্স-মাস্টার্স শিক্ষকদের মানববন্ধন-স্মারকলিপি

আপলোড সময় : 05:05:38 pm, Wednesday, 23 October 2024

তিন দশকের বৈষম্য নিরসনে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ সমূহের বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত সাড়ে ৩ হাজার অনার্স-মাস্টার্স শিক্ষককে এমপিওভুক্তির দাবিতে ও ঢাকায় শিক্ষকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন পালন করেছে বাংলাদেশ বেসরকারি অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার (২৩ অক্টোবর) দুপুরে কুমিল্লা প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন তারা। কর্মসূচিতে নানা দাবি সম্বলিত ব্যানার, ফেস্টুন ও প্লে-কার্ড নিয়ে জেলার বিভিন্ন কলেজের শিক্ষকরা অংশগ্রহণ করেন।

নূরে আলম খন্দকারের সভাপতিত্বে ও মীর মোঃ সোহেল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা উম্মে সালমা, সাবেক সভাপতি মোঃ রাশেদুল হক খান, সাধারণ সম্পাদক মোঃ নাহিদুল ইসলাম, ফরহাদ হোসেন ভূইয়া,দিদারুল আলম,মোসাম্মৎ শায়লা সুলতানা,মোঃ মিজানুর রহমান, মোঃ মামুনুর রশীদ, ইয়াসমিন ফেরদৌসী,মোঃ হান্নান মিয়া, সৈয়দ কাইজারুল ইসলাম মুহিত। এ সময় বক্তারা বলেন- একই প্রক্রিয়ায় নিয়োগ পেয়ে একই কলেজের ইন্টার ও ডিগ্রি শিক্ষকরা সরকারি বেতন পাচ্ছেন। তাছাড়াও সদ্য জাতীয়করণকৃত কলেজগুলোতে অনার্স-মাস্টার্স কলেজগুলোর শিক্ষকগণও নন-ক্যাডার মর্যাদা পেয়েছেন। ডিগ্রি পর্যায়ে জনবল কাঠামোতে না থাকলেও তৃতীয় শিক্ষকগণ এবং বেসরকারি মাদরাসায় কামিল (মাস্টার্স) শ্রেণি স্তরের নিয়োগপ্রাপ্ত শিক্ষকরাও এমপিওভুক্ত হচ্ছেন। অথচ আমাদের প্রতি সম্পূর্ণ বিমাতাসুলভ আচরণ করা হচ্ছে। বছরের পর বছর আমরা নিয়মিত দায়িত্ব পালন করলেও আমাদেরকে রাষ্ট্রীয় কোনো সুযোগ-সুবিধা দেয়া হয়নি। আমাদের ন্যায্য দাবি পূরণ না করা হবে চরম বৈষম্যমূলক আচরণ। তারা অবিলম্বে এ ব্যাপারে বিশেষ পদক্ষেপ নিতে প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা ও জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আহ্বান জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করেন।