হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের চট্রগ্রাম জেলাধীন পটিয়া ক্রসিং হাইওয়ে থানা আজ (৫ ডিসেম্বর) বৃহস্পতিবার সন্ধ্যা ০৬:৫০ মিনিটের সময় আকস্মিক পরিদর্শন করলেন এডিশনাল ডিআইজি মো: খাইরুল আলম।
এসময়ে তিনি পটিয়া ক্রসিং হাইওয়ে থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সের সাথে মতবিনিময় করেন এবং সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণ সংক্রান্তে বক্তব্য শ্রবণ পূর্বক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার ব্যাপারে নির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি পটিয়া ক্রসিং হাইওয়ে থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সদেরকে মহাসড়কের শৃঙ্খলা, ট্রাফিক ব্যবস্থাপনা ও দুর্ঘটনা প্রতিরোধে আন্তরিকভাবে সরকারি দায়িত্ব পালন করার জন্য বিশেষ ভাবে গুরুত্ব আরোপ করেন।