'জীবনের আহবানে,মুক্ত আলোকের সন্ধানে' এই স্লোগানকে ধারণ করে সামাজিক সংগঠন 'জাগ্রত তরুণ' একটি সুন্দর সমাজ বিনির্মানের লক্ষ্যে ২০০৮ সাল থেকে সমাজ কল্যানমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। মূলত কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলা এর আতুড়ঘর হলেও ঢাকাসহ ইতিমধ্যে দেশের নানা অঞ্চলে এটি কার্যক্রম পরিচালনা করেছে। বিভিন্ন স্কুল, কলেজ, পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই তারুণ্য প্রাণ এই সংগঠনটির প্রধাণ চালিকাশক্তি।
শীতার্তদের শীত বস্ত্র বিতরণ, বৃক্ষ রোপন, অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তা করা, মেধাবী সংবর্ধনা, গুনীজন সম্মাননা, বেসিক জ্ঞানের জন্য বিনামূল্যে 'বেসিক জানো' অনলাইন কোর্স, বই পড়া কর্মসূচী, বিনামূল্যে রক্ত পরীক্ষা, রক্তদান ও মানুষের মাঝে স্বাস্থ্য বিষয়ক সচেতনতা তৈরি করা, এছাড়া সুস্থ মনন ও সংস্কৃতি বোধ তৈরি করতে জাগ্রত তরুণ নানা সময়ে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, গান, স্থিরচিত্র প্রদর্শনী, উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনীসহ নানা রকম সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালনা করে থাকে।
এরই ধারাবাহিকতায়, জাগ্রত তরুণ দুই বছর মেয়াদী তার ষষ্ঠ কার্যকরী কমিটি ঘোষণা করেছে হয়েছে। ০৯ এপ্রিল সংগঠন থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।
কমিটিতে সভাপতি হিসেবে নেওয়াজ মাহমুদ, সহ-সভাপতি প্রিন্স মজুমদার ও কাজী মাহিন দায়িত্ব পালন করবেন। কমিটির সাধারণ সম্পাদক কাজী আকিল মাহমুদ,সহকারি সাধারন সম্পাদক হিসেবে সাজ্জাদ হোসেন আরাফাত দায়িত্ব পালন করবেন। এছাড়াও অর্থ সম্পাদক মারিশাত নওশিন, সহ-অর্থ সম্পাদক সাহারিয়া আহমেদ কমল, সাংগঠনিক সম্পাদক আশিক খান, সহ- সাংগঠনিক সম্পাদক তাহমিদ করিম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক তানভীর হোসেন, সিনিয়র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাওন, সহ- স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কাজী ফারদীন, পাঠাগার ও আর্কাইভ বিষয়ক সম্পাদক জাহিদ হাসান,সহ-পাঠাগার সম্পাদক আবদুল বাসিত আর্পি, সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাসুদ রানা, সহ সংস্কৃতি বিষয়ক সম্পাদক কাজী রাফাত, দপ্তর সম্পাদক আবির খান,সহ-দপ্তর সম্পাদক ইমদাদুল হাসান, ক্রিড়া সম্পাদক কাজী আবির,তথ্য ও প্রচার সম্পাদক সামিয়া রহমান, সহ-তথ্য ও প্রচার সম্পাদক সানজিদা হক কার্যকরী কমিটির দায়িত্ব পালন করবেন।
মহান মুক্তিযুদ্ধের চেতনায় ব্রত হয়ে, সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি প্রগতিশীল ও গণতান্ত্রিক পরিবেশ জাগ্রত তরুণ মেনে চলেছে শুরু থেকেই। সর্বস্তরের মানুষের সহযোগিতা নিয়ে, অসহায় ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে গণ মানুষের কল্যানে একটি সুন্দর সমাজ ও বাসযোগ্য পৃথিবী তৈরির লক্ষ্যে জাগ্রত তরুণ কাজ করে চলেছে ও ভবিষ্যতেও করে যাবে।
প্রকাশক : মাসুদ রানা সুইট । সম্পাদক : আবুল হাসনাত অমি । নগর সম্পাদক : ইফতেখার আলম বিশাল নির্বাহী সম্পাদক : রুবেল আহম্মেদ । মফস্বল সম্পাদক : মোস্তাফিজুর রহমান । ব্যবস্থাপনা সম্পাদক : নীলা সুলতানা । বার্তা সম্পাদক : -------------- । সহ-বার্তা সম্পাদক : আলিফ বিন রেজা । সহ-বার্তা সম্পাদক :
Copyright © 2024 Dainiksopnerbangladesh.com. All rights reserved.