নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে একই পরিবারের ৪টি সাজা সহ মোট ১৬টি ওয়ারেন্ট ভুক্ত আসামিদের গ্রেফতার করেছে চন্দ্রিমা থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার (২২জানুয়ারি) সকালে ঢাকা তুরাগ থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- চন্দ্রিমা থানাধীন ছোটবনগ্রাম পূর্বপাড়া এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে শাহজাহান আলী মিলন(৫৫)
শাহজাহান আলীর স্ত্রী বনো(৫০), বড় ছেলে মুন্না (৩০) ও ছোট ছেলে মোমিন (২৭)। তারা একই পরিবারের সদস্য বলে জানান, চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম। তিনি জানান, গ্রেফতারকৃত আসামিরা বিভিন্ন ধারায় মোট ১৬টি মামালার পলাতক আসামি। তারা দীর্ঘদিন যাবত পালিয়ে ঢাকায় অবস্থান করছিলো।
গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহতায় রাজধানীর তুরাগ থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
তাদের নামে ১৬ টি জিআর ওয়ারেন্ট ছিলো। এর মধ্যে ৪টি লালকালির সাজা এবং ১২ টি লালকালির নরমাল জিআর। বৃহস্পতিবার সকালে চন্দ্রিমা থানার একটি বিশেষ টীম ঢাকার তুরাগ থানা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে।
স্বপ্নের বাংলাদেশ/ ই আবি
প্রকাশক : মাসুদ রানা সুইট । সম্পাদক : আবুল হাসনাত অমি । নগর সম্পাদক : ইফতেখার আলম বিশাল নির্বাহী সম্পাদক : রুবেল আহম্মেদ । মফস্বল সম্পাদক : মোস্তাফিজুর রহমান । ব্যবস্থাপনা সম্পাদক : নীলা সুলতানা । বার্তা সম্পাদক : -------------- । সহ-বার্তা সম্পাদক : আলিফ বিন রেজা । সহ-বার্তা সম্পাদক :
Copyright © 2024 Dainiksopnerbangladesh.com. All rights reserved.