পাবনার ঈশ্বরদীতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ১২ বিশেষ অভিযান চালিয়ে সেলেমান প্রামানিক (৩৬) নামের একজন মাদক ব্যবসায়ীকে ৪৬০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করেছেন।
বুধবার (১৫ মে) সন্ধ্যায় পাবনা জেলার ঈশ্বরদী উপজেলাধীন দাশুড়িয়া ইউনিয়নের মারমি মধ্যেপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটককৃত আসামী উক্ত গ্রামের মৃত জমিন উদ্দিনের ছেলে।
র্যাব-১২, সিপিসি-২ এর পাবনা কোম্পানি কমান্ডার মেজর মোঃ এহতেশামুল হক খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন । তিনি জানায়, গ্রেফতারকৃত সোলেমান প্রামানিকের বিরুদ্ধে মাদক আইনে ঈশ্বরদী থানায় মামলা দায়ের সহ জব্দকৃত আলামতসহ থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক : মাসুদ রানা সুইট । সম্পাদক : আবুল হাসনাত অমি । নগর সম্পাদক : ইফতেখার আলম বিশাল নির্বাহী সম্পাদক : রুবেল আহম্মেদ । মফস্বল সম্পাদক : মোস্তাফিজুর রহমান । ব্যবস্থাপনা সম্পাদক : নীলা সুলতানা । বার্তা সম্পাদক : -------------- । সহ-বার্তা সম্পাদক : আলিফ বিন রেজা । সহ-বার্তা সম্পাদক :
Copyright © 2024 Dainiksopnerbangladesh.com. All rights reserved.