ঈদুল আজহার ২য় দিনে দেয়া কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।
মঙ্গলবার (১৮ জুন) সংস্থাটির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের প্রতিবেদন অনুযায়ী ঈদের ২য় দিন বিকেল ৫টা পর্যন্ত ৯২৭ ট্রিপে মোট ৪০০৯ (চার হাজার নয়) মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হয়।
উল্লেখ্য, এর আগে ঈদের দিন দুপুর ২টা থেকে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করে রাত ৮টায় নির্ধারিত ৬ ঘণ্টায় সবগুলো ওয়ার্ডের শতভাগ বর্জ্য অপসারণ সম্পন্ন করে ডিএনসিসি। ডিএনসিসির সবগুলো ওয়ার্ড থেকে ঈদের দিন রাত ৮টা পর্যন্ত ২১০১ ট্রিপে প্রায় ১০৩৭৪ (দশ হাজার তিনশত চুয়াত্তর) মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হয়।
প্রকাশক : মাসুদ রানা সুইট । সম্পাদক : আবুল হাসনাত অমি । নগর সম্পাদক : ইফতেখার আলম বিশাল নির্বাহী সম্পাদক : রুবেল আহম্মেদ । মফস্বল সম্পাদক : মোস্তাফিজুর রহমান । ব্যবস্থাপনা সম্পাদক : নীলা সুলতানা । বার্তা সম্পাদক : -------------- । সহ-বার্তা সম্পাদক : আলিফ বিন রেজা । সহ-বার্তা সম্পাদক :
Copyright © 2024 Dainiksopnerbangladesh.com. All rights reserved.