বিগত ১০/১২ বছরে আলহাছা হফুফ শহরে কোন বাংলাদেশি স্কুল ছিলো না এই প্রথম বাংলাদেশি পরিবারের বাচ্চাদের জন্য ইন্সপিয়ার স্কুল চালু করা হয়েছে যারা আলহাছা হফুফ শহরে আছেন সবাই তাদের বাচ্চাদের এই স্কুলে ভর্তি করাতে পারেন।
ডিসেম্বর মাস থেকে ভর্তি শুরু,এখানে ইংলিশ মিডিয়াম এর পাশাপাশি থাকছে, বাংলা, অংক, সমাজ, ইসলাম ও কুরান শিক্ষা,এবং ইংলিশের জন্য আছে অভিজ্ঞ শিক্ষক,কুরানের হাফেজ পড়াতে চাইলে পড়াতে পারবেন তার জন্য আছে আলাদা ব্যাবস্তা আজই ভর্তি করিয়ে দিন ইন্সপিয়ার একাডেমি আলহাছা হফুফ পুরানো মহাহুকুমার সামনে।