ভারতের পিঁয়াজের দাম খোলা বাজারে অস্বাভাবিক বেড়ে যাওয়ায় ডিসেম্বরে রপ্তানি নিষিদ্ধ করা হয়। রমজান মাসে বাংলাদেশসহ মধ্যপ্রাচ্যে পিঁয়াজের চাহিদা বাড়ে। এসব দেশে আগ্রহের কারণে ভারত সরকার ৬৪ হাজার টন রপ্তানির সিদ্ধান্ত নেয়।
ভারতের ব্যবসায়ীরা কেন্দ্রীয় সরকারের কাছে অভিযোগ করেছে যে, রপ্তানি নিষিদ্ধ করার কারণে বেআইনিভাবে পিঁয়াজ চালান হয়ে যাচ্ছে। উৎপাদনের অর্ধেক এভাবে বেআইনিভাবে যাচ্ছে। এতে অসাধু ব্যবসায়ীরা লাভবান হচ্ছেন কিন্তু কৃষকরা কোনো সুবিধা পাচ্ছেন না। এ জন্য আবার রপ্তানি অনুমোদন করা হয়। বর্তমানে মহারাষ্ট্রের নাসিক পাইকারি বাজারে পিঁয়াজের দাম নিম্নগামী। কিছুদিনের মধ্যে রবি ফসল উঠবে, তখন এই দাম আরও কমে যাবে। সেজন্য ব্যবসায়ীরা দ্রুত রপ্তানি শুরু করতে আগ্রহী।
প্রকাশক : মাসুদ রানা সুইট । সম্পাদক : আবুল হাসনাত অমি । নগর সম্পাদক : ইফতেখার আলম বিশাল নির্বাহী সম্পাদক : রুবেল আহম্মেদ । মফস্বল সম্পাদক : মোস্তাফিজুর রহমান । ব্যবস্থাপনা সম্পাদক : নীলা সুলতানা । বার্তা সম্পাদক : -------------- । সহ-বার্তা সম্পাদক : আলিফ বিন রেজা । সহ-বার্তা সম্পাদক :
Copyright © 2024 Dainiksopnerbangladesh.com. All rights reserved.