রাজশাহী মহানগরীতে কাশিয়াডাঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে ১২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ মো.তাসিকুল ইসলাম (৩৯) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল রবিবার বিকেল ৫টায় মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন বশড়ী গ্রামের আইবাঁধ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক কারবারী মো.তাসিকুল ইসলাম (৩৯), সে মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার বশড়ী গ্রামের মৃত মুনতাজের ছেলে।
সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ জামিরুল ইসলাম।
তিনি জানান,রবিবার বিকাল সোয়া ৫টায় গোপন তথ্যের ভিত্তিতে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ জানতে পারে কাশিয়াডাঙ্গা থানাধীন বশড়ী গ্রামের আইবাঁধ এলাকায় জনৈক মাদক কারবারী বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট নিয়ে বিক্রির জন্য অবস্থান করছে।
এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট মাদক কারবারী মো.তাসিকুল ইসলামকে গ্রেফতার করে কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি), মো.এমরান হোসেনের নেতৃত্বে সেকেন্ড অফিসার এসআই মো. ইমরান হোসেন ও সঙ্গীয় ফোর্স।
জিজ্ঞাসাবাদে গ্রেফতার মাদক কারবারী তাসিকুল স্বীকার করে সে দীর্ঘদিন যাবৎ ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রি করে আসছে।
এ ব্যপারে গ্রেফতার আসামির বিরুদ্ধে মহানগরীর কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা একটি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক : মাসুদ রানা সুইট । সম্পাদক : আবুল হাসনাত অমি । নগর সম্পাদক : ইফতেখার আলম বিশাল নির্বাহী সম্পাদক : রুবেল আহম্মেদ । মফস্বল সম্পাদক : মোস্তাফিজুর রহমান । ব্যবস্থাপনা সম্পাদক : নীলা সুলতানা । বার্তা সম্পাদক : -------------- । সহ-বার্তা সম্পাদক : আলিফ বিন রেজা । সহ-বার্তা সম্পাদক :
Copyright © 2024 Dainiksopnerbangladesh.com. All rights reserved.