নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ৯ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান আরএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ২ জন, মাদক মামলায় ২ জন এবং অন্যান্য অপরাধে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারকৃতরা হলেন মো: এনামুল হক মইফুল (৪৮) ও মো: আশরাফুল ইসলাম মাসুদ(৩৯)। এনামুল হক রাজশাহী মহানগরীর পবা থানার দাদপুর এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে। সে বড়গাছি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি এবং আওয়ামীলীগ কর্মী আশরাফুল ইসলাম শাহমখদুম থানার বড়বনগ্রাম রায়পাড়া গ্রামের মো: আবুল খায়েরের ছেলে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।