নওগাঁর আত্রাইয়ে বৌ-ভাতের অনুষ্ঠানের দই-মিষ্টি নিয়ে যাবার সময় মোটরসাইকেল দুর্ঘটনায় বরের মৃত্যুর ঘটনা ঘটেছে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১০ টায় এ দুর্ঘটনা ঘটে। মৃত সাজেদুর রহমান (২৪) উপজেলার নন্দনালী গ্রামের আজাদুল প্রামানিক এর ছেলে।
এসময় গুরুতর জখম হন সাজেদুরের ভগ্নিপতি মিশন। মিশনের বাড়ী নওগাঁ সদর থানায়। ১৩ সেপ্টেম্বর শুক্রবার বিয়ে করে সাজেদুর।
প্রত্যক্ষদর্শী ও পরিবারের লোকজন জানান, বাড়ীতে বৌভাতের অনুষ্ঠান চলছিল। শনিবার সকালে আত্রাই থেকে দই-মিষ্টি ভ্যানে পাঠিয়ে দিয়ে মোটরসাইকেল চালিয়ে বাড়ী যাচ্ছিলেন সাজেদুর। আত্রাই-বান্দাইখাড়া সড়কের গন্ডগোহালী গ্রামের দিকে নেমে যাওয়া রাস্তার মোড়ে ভ্যানকে সাইড দিতে গিয়ে পিছলে রাস্তার উপরে মোটরসাইকেল নিয়ে পরে যায় সাজেদুর। তাদেরকে গুরুতর জখম অবস্থায় লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার তারিকুল ইসলাম জানান, সকাল আনুমানিক সারে দশটার পর সাজেদুর ও মিশন নামে দু’জনকে হাসপাতালে নিয়ে আসা হয়। এসময় মৃত এবং মিশনকে গুরুতর জখম দেখতে পাই। সাজেদুর বুকে আঘাত পেয়ে মারা যেতে পারেন বলে ডাক্তার জানান। মিশনের পা এবং মুখ কেটে যাওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে নওগাঁ মেডিকেলে স্থানান্তর করা হয়।
আত্রাই থানা তদন্ত ওসি লুৎফর রহমান বলেন, খবর পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্স ও ঘটনাস্থলে যাই। অন্য কোন বিষয় আছে কি-না খতিয়ে দেখা হচ্ছে।
প্রকাশক : মাসুদ রানা সুইট । সম্পাদক : আবুল হাসনাত অমি । নগর সম্পাদক : ইফতেখার আলম বিশাল নির্বাহী সম্পাদক : রুবেল আহম্মেদ । মফস্বল সম্পাদক : মোস্তাফিজুর রহমান । ব্যবস্থাপনা সম্পাদক : নীলা সুলতানা । বার্তা সম্পাদক : -------------- । সহ-বার্তা সম্পাদক : আলিফ বিন রেজা । সহ-বার্তা সম্পাদক :
Copyright © 2024 Dainiksopnerbangladesh.com. All rights reserved.