নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলায় তীব্র দাবদাহে বৃহত্তর কুমিল্লা সমিতি ও যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র সভাপতি ডাঃ এনামুল হক এর উদ্যোগে রাধানগর বাজার, মদ্দাইরচর ও সহ কৃষি ফসল মাঠে ঘাটে ও কালাপাহাড়িয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সকল ছাত্র ছাত্রীদের মাঝে কোমল পানীয় ও ওরস্যালাইন বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন কালাপাহাড়িয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো, আবু হানিফ, সিনিয়র শিক্ষক মো,আঃ রব।
সিনিয়র শিক্ষক মো, আফতাব উদ্দিন,সিনিয়র শিক্ষক মো, মোফাজ্জল হোসেন, মো, শামসুল হক, মো, আবু ইউসুফ,
মোসাঃ মারজিদা খাতুন, জিয়াসমিন আক্তার,আছমা আক্তার, মো,মজিবুর রহমান সহ আরও অন্যান্য শিক্ষক ও শিক্ষিকা কর্মচারী বৃন্দ,রাধানগর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সুমন মিয়া,হাজীরটেক গ্রামের সেন্টু মিয়া, গ্রাম্য চিকিৎসক মো, কামাল মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগণ।
বৃহত্তর কুমিল্লা সমিতি ও যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র সভাপতি ডাঃ এনামুল হক এর সার্বিক দিকনির্দেশনায় আয়োজনটি পরিচালনা করেন দৈনিক স্বপ্নের বাংলাদেশ ও দৈনিক বাংলা খবর প্রতিদিন এর স্টাফ রিপোর্টার সাংবাদিক এমরান হোসেন রিটন সহ আরো অনেকে।
পথচারীরা জানান, গরমে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, তবে কোথাও সেভাবে বিশুদ্ধ পানি না পাওয়ায় পান করিনি। যখন ডাঃ এনামুল হক এর উদ্যোগে কোমল পানীয় ও ওরস্যালাইন বিতরণ দেখলাম তখন তাদের কাছ থেকে কোমল পানীয় ও ওরস্যালাইন নিয়ে পান করলাম। কারণ করোনাকালীন সময় থেকে তাদের প্রতি মানুষের আস্থা আছে। তারা মানুষের উপকার করে।
একই কথা বলেন অন্য আরেকজন পথচারী। তিনি জানান, রোদে গলা শুকিয়ে গিয়েছিল। এখানে ঠান্ডা পানীয় দিচ্ছে দেখে পান করলাম। এখন ভালো লাগছে।
উল্লেখ্য তিনি তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের সোলাকান্দি গ্রামের সম্ভ্রান্ত পরিবারের গর্বিত কৃতি সন্তান, মরহুম হক সরকারে পূত্র।