মোঃ ইকরামুল হক রাজিব।।
বাগেরহাটের রামপালে অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এ বিষয়ে গত ৫ নভেম্বর এলাকাবাসীর পক্ষে রিয়াজুল নামের এক ব্যক্তি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, কালিকাবাড়ী এলাকার মৃতঃ আঃ রশিদ হাওলাদার’র ছেলে মোঃ কিয়ার হোসেন হাওলাদার’র পৃষ্টপোষকতায় একই এলাকার মৃতঃ মোঃ জাহাঙ্গীর হাওলাদার’র ছেলে মোঃ জাহিদ হাওলাদার স্থানীয় এক আওয়ামী লীগ নেতার মদদে দীর্ঘদিন যাবত অসামাজিক কর্মকান্ড করে যাচ্ছে। যা নিয়ে এলাকাবাসী প্রতিবাদ করার চেষ্টা করে কিন্ত মোঃ কিয়ার হোসেন হাওলাদার এর প্রতক্ষ্য মদদে কোন প্রতিকার পাচ্ছেনা। লিখিত অভিযোগ আরো জানান, এ বিষয়ে গত ৩১/১০/২০২৪ ইং তারিখে এলাকাবাসী মানববন্ধন এবং ঝাড়ু মিছিল করেছে। তাদের কর্মকান্ড বন্ধ না হলে দিনদিন এলাকার পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কিয়ার হোসেন হাওলাদার ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও একটি ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক। সে বিগত দিনে শিক্ষকতা না করে অন্য একজনকে দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করিয়ে সরকারি টাকা উত্তোলন করেছে।
এ বিষয়ে অভিযুক্ত কিয়ার হোসেন হাওলাদার এর সাথে একাধিকবার মুঠোফোনে ও ঘটনাস্থলে গিয়ে ও যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ইতোমধ্যে ঘটনাস্থল পুলিশ তদন্ত করেছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।