অর্থের অভাবে চিকিৎসা হচ্ছে না লিভার সিরোসিস রোগে আক্রান্ত রিক্সাচালক আনসার প্যাদার (৩৫)। দীর্ঘদিন স্বামীর আয় রোজগার বন্ধ থাকায় তিন সন্তান নিয়ে বিপাকে পড়েছেন তার স্ত্রী আমেনা বেগম। মানুষের কাছে হাত পেতে সামান্য যা আয় হয় তা দিয়ে সন্তানদের পেটে না জুটছে ভাত, না হচ্ছে অসুস্থ স্বামীর চিকিৎসা।
আনসার প্যাদা পটুয়াখালীর দশমিনা উপজেলার বহরমপুর গ্রামের আদম আলী প্যাদার সন্তান। তার নবম শ্রেণিতে পড়–য়া মোসা. আমান্তু, প্রথম শ্রেণিতে পড়ুয়া মোসা. তুলি ও মারুফ নামের তিন বছরের এক ছেলে রয়েছে। আনসার প্যাদা ঢাকায় রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। ৪ মাস আগে পেটে প্রচন্ড ব্যাথা নিয়ে তিনি শহর ছেড়ে গ্রামে চলে আসেন। এরপর পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে যান তিনি। পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা বলেন, আনসার লিভার সিরোসিস রোগে আক্রান্ত। এরপর মাথায় আকাশ ভেঙে পড়ে আনসারের স্ত্রী আমেনা বেগমের। স্বামীর চিকিৎসার জন্য মানুষের কাছে হাত পাতেন।
দীর্ঘ ৪ মাস ধরে এভাবেই সাহায্যের টাকায় আনসার প্যাদার চিকিৎসা চলছে। কিন্তু বর্তমানে চিকিৎসকরা বলেছেন, আনসার প্যাদার উন্নত চিকিৎসা প্রয়োজন। অথচ চিকিৎসার জন্য ঢাকায় বা বরিশালে নেওয়ার মতো সামর্থটুকুও নেই আনসারের স্ত্রীর। স্বামীকে যথাযথ চিকিৎসা করাতে না পারার কষ্টে হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে আমেনার। তার উপর সংসারের একমাত্র উপর্জনক্ষম ব্যক্তি অচল হয়ে পড়ায় ৩ সন্তানের ভবিষ্যতও অনিশ্চিত হয়ে গেছে। আমেনা বেগম বলেন, আমি চারপাশে শুধু অন্ধকার দেখছি। আলো খুঁজে পাচ্ছি না।
আমি সমাজের হৃদয়বান ব্যক্তিদের কাছে সাহায্য কামনা করছি। যদি আমার এই কষ্টের সময় কেউ একটু সাহায্যর হাত বাড়িয়ে দেন তাহলে আমি মহান আল্লাহর কাছে দুই হাত পেতে দু’আ করবো।
সাহায্য পাঠানোর ঠিকানা (বিকাশ ০১৭৭৮৩৩৫১৮৭)।