যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার দেবীদ্বারে “আমাদের দেবীদ্বার নিয়ে আমাদের ভাবনা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হযয়েছে। দেবীদ্বার বৈষম্য বিরোধী আন্দোলনের আয়োজনে সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে দেবীদ্বার পৌর মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানার সভাপতিত্বে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. সরকার সাকিব ও মো. সফিউল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন দেবীদ্বার সেনা ক্যাম্প প্রধান ক্যাপ্টেন হাফিজ আহমেদ সৈকত, জামায়েত ইসলামী কুমিল্লা উত্তর জেলার সেক্রেটারী মো. সাইফুল ইসলাম সহিদ, বিএনপি কুমিল্লা উত্তর জেলা সদস্য সচিব এ,এফ,এম তারেক মূন্সী, সাংবাদিক এবিএম আতিকুর রহসান বাশার, কুমিল্লা ভিক্টোরীয়া কলেজ শাখার প্রধান সমন্বয়ক আবু রায়হান, কুমিল্লা বিশ্ব বিদ্যালয়ের প্রধান সমন্বয়ক রুবেল হাসান জেলা সমন্বয়ক সাকিব হোসেন, আল মামুন, ইয়াছিন আরাফাত টিপু, দেবীদ্বার মুরাদনগরের সমন্বয়ক কাজী নাছির, সানাউল্লাহ, জহীর, সাদেক হোসেন প্রমূখ।
সভায় মাদক, দুর্নীতি, লুটপাট, জবরদখল, গোমতীর অবৈধ মাটি উত্তোলন, ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা নির্মাণসহ বিভিন্ন অসঙ্গতি তুলে ধরে আলোচনা করা হয়েছে। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের পক্ষ থেকে এসব অসঙ্গতি দূর করতে প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সকল শ্রেণী পেশার মানুষের সচেতনতা ও সহযোগিতা কামনা করা হয়।
দেবীদ্বার সেনা ক্যাম্প দায়িত্বপ্রাপ্ত ক্যাপ্টেন হাফিজ আহমেদ সৈকত বলেন, অবৈধ অস্ত্র উদ্ধার সন্ত্রাস, মাদক, চাঁদাবাজদের আপোষহীনভাবে নির্মূল করা হবে। আসন্ন শারদীয় দূর্গা পূঁজায় কোন ধরনের নাশকতা সৃষ্টির সুযোগ থাকবেনা। আমাদের কথার চেয়ে কাজের গুরুত্ব বেশী দিতে হবে এবং নিজেদের আগে পরিবর্তন করতে হবে, তবেই দেশের পরিবর্তন হবে।
অনুষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা বলেন, পরিবর্তনটা জরুরী, তবে এক্ষেত্রে রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন। রাজনৈতিকভাবে সহযোগীতা পেলে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজী, জবরদখল, গোমতী নদীর মাটিকাটা, খাল ভরাট, অবৈধ ড্রেজার মেসিন ব্যবহার, ফুটপাত দখল, সরকারী জমি দখলে অবৈধ স্থাপনা নির্মাণ এবং শিক্ষার উন্নয়নে কাজ করতে পারব।
প্রকাশক : মাসুদ রানা সুইট । সম্পাদক : আবুল হাসনাত অমি । নগর সম্পাদক : ইফতেখার আলম বিশাল নির্বাহী সম্পাদক : রুবেল আহম্মেদ । মফস্বল সম্পাদক : মোস্তাফিজুর রহমান । ব্যবস্থাপনা সম্পাদক : নীলা সুলতানা । বার্তা সম্পাদক : -------------- । সহ-বার্তা সম্পাদক : আলিফ বিন রেজা । সহ-বার্তা সম্পাদক :
Copyright © 2024 Dainiksopnerbangladesh.com. All rights reserved.