গত মঙ্গলবার ভারত মহাসাগরের বুকে অপহৃত হয় বাংলাদেশের পণ্যবাহী জাহাজ এম বি আব্দুল্লাহ। এটি কে অপহরণ করে আফ্রিকার সোমলিয়ার জলদস্যুদের দল। এবং মুক্তিপণ চায় তারা। খবর দেওয়া হয় এই জাহাজের মালিকের। হক গুরুপের সাথে যুক্ত এই জাহাজটি উদ্ধার করতে অবশেষে নামে ভারতের নৌবাহিনীর সদস্যরা। এবং তাদের চেষ্টায় আজ উদ্ধার করা হয় ৩৩জন, নাবিক সহ জাহাজের ক্যাপ্টেন কে। সেই সঙ্গে গ্রেফতার করা হয় মোট ২৩জন, জলদস্যুকে।
বেকিং নিউজ :
সোমলিয়ার জলদস্যুদের হাত থেকে বাংলাদেশের এম বি আব্দুল্লাহ উদ্ধার করল, ভারতের নৌবাহিনী
- মনোয়ার ইমাম
- আপলোড সময় : 11:56:54 am, Sunday, 17 March 2024
- 125 বার পড়া হয়েছে
জনপ্রিয়