ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে শারদীয় দুর্গা পূজায় নিরাপত্তা নিশ্চিতে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৮ অক্টোবর) সকালে রাণীশংকৈল থানা পুলিশের আয়োজনে থানা চত্বরে ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাণীশংকৈল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ।
অনুষ্ঠানে রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়ন্ত কুমার সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান, রাণীশংকৈল উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মোছাঃ সাহেরা খাতুন প্রমুখ।
ব্রিফিং প্যারেডে উপস্থিত পুলিশ সদস্য, গ্রাম পুলিশ সদস্য ও আনসার সদস্যগণের উদ্দেশ্যে শারদীয় দুর্গা পূজা নিরাপত্তার সাথে সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পন্ন করার জন্য গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করা হয়।