Dhaka 12:48 am, Tuesday, 24 December 2024

মোহনপুরের বেলনায় সরকারি পাকা রাস্তা নষ্ট করে মাটি বিক্রি

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর মোহনপুরে কাদা মাটি পরিবহনের মাধ্যমে সরকারি পাকা রাস্তা নষ্ট করা হচ্ছে। সোমবার (০১ এপ্রিল) সকাল থেকে উপজেলার ঘাসিগ্রাম ইউনিয়ন পরিষদের বেলনা গ্রামে পুকুর খননের মাটি ইউপির বিভিন্ন স্থানে নিচু জমি ভরাটের জন্য বিক্রি করায় এ রাস্তা নষ্ট হচ্ছে।

সরজমিনে ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘাসিগ্রাম ইউনিয়নের বেলনা গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে সুমন দিং এর কাছ থেকে পুরনো পুকুরের মাটি ১ লাখ ১৫ হাজার টাকা দিয়ে ক্রয় করে মাটি ব্যবসায়ী আসাদুল ইসলাম। পরে সেই পুকুর এস্কেভেটর (ভেকু) মেশিন দিয়ে খনন করে কাদা মাটি অবৈধ ট্রাক্টরের মাধ্যমে পরিবহন করা হচ্ছে। এ মাটি অবৈধ ট্রাক্টরে পরিবহন করায় সরকারি পাকা রাস্তায় কাদা পড়ে দূর্ঘটনার সম্ভাবনা সৃষ্টি করছে। এতে করে জনসাধারনের চলাচলসহ অত্র এলাকার সরকারি উন্নয়নের চিত্র ব্যহত হবে। এজন্য এ মাটি পরিবহন বন্ধসহ আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি জানান এলাকাবাসিরা।

বিষয়টি মোহনপুর থানা পুলিশ অবগত হলে ঘটনাস্থলে এসআই সিরাজুল ইসলাম সিরাজ গিয়ে মাটি বিক্রেতা আসাদুল কে দিয়ে রাস্তা পরিষ্কার করিয়ে নেন। তিনি বলেন, আমাকে ওসি মহোদয় দূর্ঘটনা এড়াতে রাস্তার উপর পড়ে থাকা কাদা মাটি পরিষ্কার করে নিতে বলেন, আমি সেখানে গিয়ে তাদের দিয়ে পরিষ্কার করে নিয়েছি ও কঠোর ভাবে নিষেধ করে আসছি। তবে কাজ চলমান থাকলে রাস্তা আবারো নষ্ট হবে তখন কি পদক্ষেপ নিবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, উপজেলা নির্বাহী অফিসার চাইলেই তা বাস্তবায়ন করা সম্ভব।

এবিষয়ে মোহনপুর উপজেলা নির্বাহী আয়েশা সিদ্দিকা বলেন, মাটি পরিবহন করে সরকারি পাকা রাস্তা নষ্ট করা যাবে না। ওই অঞ্চলের রাস্তা রক্ষার দায়িত্ব চেয়ারম্যানের, তাদেরকে সচেতন হতে হবে। সরকারি পাকা রাস্তায় যেন কাদা মাটি পড়ে রাস্তা নষ্ট না হয় সেই জন্য আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com

মোহনপুরের বেলনায় সরকারি পাকা রাস্তা নষ্ট করে মাটি বিক্রি

আপলোড সময় : 06:54:45 pm, Monday, 1 April 2024

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর মোহনপুরে কাদা মাটি পরিবহনের মাধ্যমে সরকারি পাকা রাস্তা নষ্ট করা হচ্ছে। সোমবার (০১ এপ্রিল) সকাল থেকে উপজেলার ঘাসিগ্রাম ইউনিয়ন পরিষদের বেলনা গ্রামে পুকুর খননের মাটি ইউপির বিভিন্ন স্থানে নিচু জমি ভরাটের জন্য বিক্রি করায় এ রাস্তা নষ্ট হচ্ছে।

সরজমিনে ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘাসিগ্রাম ইউনিয়নের বেলনা গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে সুমন দিং এর কাছ থেকে পুরনো পুকুরের মাটি ১ লাখ ১৫ হাজার টাকা দিয়ে ক্রয় করে মাটি ব্যবসায়ী আসাদুল ইসলাম। পরে সেই পুকুর এস্কেভেটর (ভেকু) মেশিন দিয়ে খনন করে কাদা মাটি অবৈধ ট্রাক্টরের মাধ্যমে পরিবহন করা হচ্ছে। এ মাটি অবৈধ ট্রাক্টরে পরিবহন করায় সরকারি পাকা রাস্তায় কাদা পড়ে দূর্ঘটনার সম্ভাবনা সৃষ্টি করছে। এতে করে জনসাধারনের চলাচলসহ অত্র এলাকার সরকারি উন্নয়নের চিত্র ব্যহত হবে। এজন্য এ মাটি পরিবহন বন্ধসহ আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি জানান এলাকাবাসিরা।

বিষয়টি মোহনপুর থানা পুলিশ অবগত হলে ঘটনাস্থলে এসআই সিরাজুল ইসলাম সিরাজ গিয়ে মাটি বিক্রেতা আসাদুল কে দিয়ে রাস্তা পরিষ্কার করিয়ে নেন। তিনি বলেন, আমাকে ওসি মহোদয় দূর্ঘটনা এড়াতে রাস্তার উপর পড়ে থাকা কাদা মাটি পরিষ্কার করে নিতে বলেন, আমি সেখানে গিয়ে তাদের দিয়ে পরিষ্কার করে নিয়েছি ও কঠোর ভাবে নিষেধ করে আসছি। তবে কাজ চলমান থাকলে রাস্তা আবারো নষ্ট হবে তখন কি পদক্ষেপ নিবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, উপজেলা নির্বাহী অফিসার চাইলেই তা বাস্তবায়ন করা সম্ভব।

এবিষয়ে মোহনপুর উপজেলা নির্বাহী আয়েশা সিদ্দিকা বলেন, মাটি পরিবহন করে সরকারি পাকা রাস্তা নষ্ট করা যাবে না। ওই অঞ্চলের রাস্তা রক্ষার দায়িত্ব চেয়ারম্যানের, তাদেরকে সচেতন হতে হবে। সরকারি পাকা রাস্তায় যেন কাদা মাটি পড়ে রাস্তা নষ্ট না হয় সেই জন্য আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।