নওগাঁর মান্দায় যুবদলের কতিপয় নেতার বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। উপজেলা বিএনপির আহবায়ক শফিকুল ইসলাম চৌধুরী বাবুল ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এ্যাড.মিজানুর রহমানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও কথিত দুর্নীতির অভিযোগ এনে যুবদলের ব্যানারে সংবাদ সম্মেলনের প্রতিবাদে এ সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে মান্দা উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগি সংগঠনের আয়োজনে উপজেলার সতীহাটে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এসময় মান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুল হক বাদলের সঞ্চালনায় ও মান্দা উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক এ.কে.এম নাজমুল হক নাজু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, মান্দা উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক তোফাজ্জল হোসেন টুকু,সাবেক সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন খান,উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক শরিফুল ইসলাম বেলাল হোসেন,এ্যাডভোকেট মিজানুর রহমান ও সিদ্দিক হোসেন, সদস্য হেলাল, জেলা ছাত্রদলের সহ- সভাপতি আব্দুল হালিম দুলাল এবং তারেক জিয়া প্রজন্ম দলের যুগ্ম আহবায়ক মুমিনুল ইসলাম বুলবুল প্রমূখ।
এসময় উপজেলা বিএনপি’র সাবেক আইন বিষয়ক সম্পাদক ্যাডভোকেট শজিত কুমার,উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম,বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদলের মান্দা উপজেলা শাখার সভাপতি কাজী আমিনুল ইসলাম,
ভালাইন ইউনিয়ন বিএনপি’র সভাপতি আবুল কালাম আজাদ, পরানপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহীদ, গণেশপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য শহিদুল ইসলাম ও মিঠন,মৈনম ইউনিয়ন বিএনপির সভাপতি সাহারুল ইসলাম,প্রসাদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক শাহ জামাল,ফরিদুজ্জামান, একেএম ফজলুল হক বাচ্চু,নুরুল্যাবাদ ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহবায়ক আবু তালেব ও গণেশপুর ইউনিয়ন যুবদলের সভাপতি দেওয়ান সাখাওয়াত হোসেন বিদ্যুৎ সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, সেচ্ছাসেবকদল, কৃষকদল এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা দাবি করেন যে, গত ২ সেপ্টেম্বর কালিগ্রাম এলাকায় একটি খাস পুকুর দখল করতে গিয়ে এলাকাবাসির ধাওয়া খেয়ে পালিয়ে আসেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল জলিল। তার বিরুদ্ধে জাল স্বাক্ষরের মাধ্যমে ট্রেজারি চালানের ফরম জালিয়াতি, সম্প্রতি অভিনব কায়দায় বিভিন্ন স্কুল,কলেজ ও মাদ্রাসায় চাঁদাবাজি,ভুমি দস্যূতা,পুকুর দখল,দোকান ভাংচুর ও লুটপাটসহ একাধিক অভিযোগ রয়েছে। অথচ, এর দায় বিএনপিনেতাদের ঘাড়ে চাপিয়ে রাজনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করছেন যুবদলনেতা নুরুল ইসলাম, আব্দুল জলিল ও সাদেকুল ইসলামসহ অন্যান্যারা । এরই প্রেক্ষিতে গত ৪ সেপ্টেম্বর (বুধবার)বিকেলে উপজেলার প্রসাদপুর বাজার চৌরাস্তার মোড়ে যুবলীগ নেতা কামরুল ইসলাম পাশার ব্যাক্তিগত অফিসে নিজের অফিস দাবি করে একটি মিথ্যা,বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ সম্মেলনের আয়োজন করেন সে।
ব্যক্তিগত বিষয়কে দলীয় রঙ লাগানোর পাঁয়তারা করছেন তারা। অবিলম্বে বিষয়টি তদন্ত করে দলীয় শৃঙ্খলা ভঙ্গকারী যুবদল নেতাদের বহিস্কারের দাবি জানান বিএনপির নেতৃবৃন্দ।#