নওগাঁর মান্দায় প্রতিপক্ষকে ফাঁসাতে ঘটনার ৪ দিন পর মিথ্যা ভিত্তিহীন সংবাদ প্রচারের করিয়েছেন অভিযুক্তরা। এই মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।
শনিবার বেলা ১২ টার দিকে উপজেলার ৩ নং পরানপুর ইউনিয়নের বান্দাইপুর গ্রামে বাদী নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
বক্তারা বলেন, মারামারির ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে অভিযুক্ত ফারুক হোসেন তার ছেলের হাত-পা বেঁধে ফেলে রেখে মোবাইল ফোনে ভিডিও ধারণ করে মিথ্যা সংবাদ প্রচার করান। এমন নেক্কারজনক ঘটনার প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী রিয়াজ উদ্দিন ও তার পরিবার জানান, গত ১৬ সেপ্টেম্বর আমার নাতি আতিকুর রহমান (১৪) এবং পাশের প্রতিবেশী অভিযুক্ত ফারুক হোসেনের ছেলে সাগর হোসেন (৭) সাথে পুকুরে ছিপ দিয়ে মাছ ধরা নিয়ে কথাকাটা ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে ফারুক হোসেনের নেতৃত্বে অবৈধ জনতায় সংঘবদ্ধ হয়ে ভুক্তভোগী রিয়াজ উদ্দীন শাহার বাড়ীতে অনাধিকার প্রবেশ করে মারপিট করেন। এতে নারী শিশুসহ বেশ কয়েকজন গুরুত্বর আহত হন। এঘটনায় রিয়াজ উদ্দিন বাদী হয়ে থানা একটি মামলা দায়ের করেন। সেই মামলা থেকে বাঁচতে অভিযুক্ত ফারুক হোসেন ও তার স্ত্রী ঘটনার ৪ দিন পর (২০ সেপ্টেম্বর) কথিত সাংবাদিক এম এ রাজ্জাকের সহযোগীতায় নির্জনে ফারুক হোসেন নিজের বাচ্চার হাতপা বেঁধে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করেন। এতে এলাকা জুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
ভুক্তভোগী রিয়াজ উদ্দিন বলেন, মূল ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য এরকম নাটক সাজিয়েছেন অভিযুক্ত ফারুক হোসেন।