এম ইসলাম দিলদার, বাঘা, রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর বাঘায় পূজা মন্ডপ পরিদর্শন করেছেন শিক্ষা মন্ত্রনালয়ের যুগ্ম সচিব শ্রী রথীন্দ্রনাথ দত্ত।
শুক্রবার ( ১১ অক্টোবর) সন্ধ্যা হতে উপজেলার আড়ানী হরিপুর পূজামন্ডপ বাউসা, মনিগ্রাম ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি। পূজা মন্ডপগুলো পরিদর্শন কালে যুগ্ম সচিব শ্রী রথীন্দ্রনাথ দত্ত তার নিজ অর্থায়নে ২ হাজার গেঞ্জি ও ১ হাজার ৫ শত শাড়ী উপহার হিসেবে প্রদান করেন সনাতন ধর্মাবলম্বীদের মাঝে।
এ সময় তার সফল সঙ্গী হিসেবে ছিলেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রভাষক জাহাঙ্গীর হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আশাফুর দোলা, উপজেলা জিয়া পরিষদের সভাপতি বাবুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন সহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন।
এছাড়াও পরিদর্শন কালে শিক্ষা মন্ত্রনালয়ের যুগ্ম সচিব শ্রী রথীন্দ্রনাথ দত্ত পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেন এবং খোঁজ খবর নেন।