পটুয়াখালীর বাউফলে ইউএন ও মো: বসির গাজির বিরুদ্ধেঅনিয়ম, দুর্নিতি ও অপসারণের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও বাংলাদেশ ছাত্র আধিকার পরিষদ ও সচেতন ছাত্র সমাজের ব্যানারে বিক্ষোভ মিছিল করেছে। রবিবার বেলা ১১ টায় বাউফল পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে উপজেলা পরিষদের সামনে শেষ হয়।
এ সময় বাউফল উপজেলার পৌর ছাত্রদলের আহ্বায়ক মো: আবদুল্লা আল ফাহাত বলেন,বাউফল উপজেলা নির্বাহী অফিসার দীর্ঘ দিন অনিয়ম দুর্নীতি করে আসছে তাই আমাদের এই আন্দোলন। বাংলাদেশ ছাএ আধিকার পরিষদের সাবেক আহ্বায়ক মো: রাশেদুল ইসলাম রাশেদ বলেন সাধারণ শিক্ষার্থীদের সকল যৌক্তিক আন্দোলনের সাথে আছি এবং থাকব। পরে বাউফল থানা পুলিশ শিক্ষার্থীদের বলেন বলেন, ইউএনও মো: বশির গাজি সাহেবের বদলি অর্ডার এসেছে আজকে তিনি চলে যাবে।