বঙ্গবন্ধু পরিষদ বাংলাদেশ এই কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত হলেন বিশিষ্ট আওয়ামী লীগ নেতা ব্যবসায়ী সমাজসেবক দানবীর এবং চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের কৃতি সন্তান জনাব জসিম উদ্দিন ভূইয়া।
জনাব জসিম উদ্দিন ভূঁইয়া ছাত্র জীবন থেকেই ছাত্রলীগের রাজনীতির মাধ্যমে তাহার রাজনৈতিক জীবন শুরু।তিনি ১৯৭৯ সালে চৌদ্দগ্রাম থেকে বার বার নির্বাচিত সংসদ সদস্য এবং সাবেক রেলপথ মন্ত্রী জনাব মুজিবুল হক মুজিব ভাইয়ের হাত ধরে ছাত্রলীগের রাজনীতি শুরু করেন। এবং তিনি ১৯৭৯ থেকে ১৯৮১ সাল পর্যন্ত চিওড়া কলেজের ছাত্রলীগের নেতা ছিলেন এবং চিওড়া কলেজ তথা চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগের রাজনীতি সংগঠিত করতে অবদান রাখেন। এর পরে জনাব জসিম উদ্দিন ভূইয়া ১৯৮১ সালে চট্টগ্রাম সরকারী সিটি কলেজে বি কম (পাশ) কোর্সে ভর্তি হয়ে লেখাপড়ার পাশাপাশি ছাত্রলীগের রাজনীতি অব্যাহত রাখেন এবং সিটি কলেজে ছাত্র রাজনীতি করার সুবাদ তিনি তৎকালীন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর বারবার নির্বাচিত সাবেক মেয়র মরহুম এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সান্নিধ্যে আসেন এবং জনাব চৌধুরীর মৃত্যু পর্যন্ত তিনি তার খুব ঘনিষ্ঠ ছিলেন এবং আওয়ামী লীগের সকল আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ অবদান রাখেন একই সাথে তিনি তার রাজনৈতিক নেতা মুজিবুল হক মুজিবের সাথে থেকে চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সকল আন্দোলন সংগ্রামে মুজিবুল হকের সহযোগী হিসাবে গুরুত্বপূর্ণ অবদান রাখেন এবং দলের দূর্দিনে চৌদ্দগ্রাম এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সকল আন্দোলন সংগ্রামে এবং কর্মীদের মামলা হামলার খরচ বহন করেন এবং জাতীয় সংসদ নির্বাচনের সময় নিজের আয়করা অর্থ খরচ করে নৌকার বিজয় নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে ও তিনি অবদান রাখেন।তিনি চট্টগ্রামস্হ চৌদ্দগ্রাম উপজেলা জনকল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে ন।একই সাথে তিনি চট্টগ্রামস্হ কুমিল্লা জেলা সমিতির সাধারন সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন।এছাড়া তিনি চট্টগ্রাম বন্দরের ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ বার্থ অপারেটরস সাসোসিয়েশন এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন এবং বর্তমানে পরিচালক হিসাবে দায়িত্বরত আছেন।একই সাথে জনাব জসিম উদ্দিন ভূইয়া ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) গুরুত্বপূর্ণ সদস্য হিসাবে দীর্ঘ দিন দায়িত্ব পালন করে আসছেন।একই সাথে তিনি চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সিনিয়র সদস্য হিসাবে দায়িত্বরত আছেন।
দেশের বৃহত্তম সামুদ্রিক বন্দর চট্টগ্রাম বন্দরের শীর্ষ ব্যাবসায়ী প্রতিষ্ঠান দি এ্যানসিয়েন্ট ট্রেডার্স (বিডি) লিমিটেড এর প্রতিষ্ঠাতা এবং ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্বরত আছেন।
পারিবারিক জীবনের জনাব জসিম ভূইয়া দুই কন্যা সন্তানের জনক।তার বড় সন্তান আফসানা ফারহীন উচ্চতর ডিগ্রী অর্জনের জন্য কানাডার একটি সুনামধন্য বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত আছেন এবং ছোট কন্যা বাংলাদেশ একটি নামকরা বিশ্ববিদ্যালয়ের এমবিএ অধ্যায়নরত।
জনাব জসিম উদ্দিন ভূইয়া সমাজে একজন দানবীর হিসাবে পরিচিত।তিনি বিভিন্ন স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এতিমখানায় এবং সমাজের গরীব জনগনের মাঝে দুহাতে দান করে আসছেন দীর্ঘ দিন থেকে।
বঙ্গবন্ধু ফাউন্ডেশন বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সহসভাপতি জনাব জসিম উদ্দিন ভূইয়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুবই ঘনিষ্ঠ এবং স্নেহভাজন। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে রাষ্ট্রীয় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র সফরসঙ্গী হিসাবে
বিদেশ সফর করেন।