পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নাটোর সদর ও নলডাঙ্গা ২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল ইসলাম (শিমুল) এমপি, অসহায় দুঃস্থ মানুষের মাঝে ১৫ হাজার শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন। নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলার ১২টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় এই শাড়ি লুঙ্গি বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সদর থানা আওয়ামী লীগের সভাপতি, আনোয়ার হোসেন (আনু),জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য, আঞ্জুমান আরা পপি, সাবেক জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, দিলীপ কুমার দাস, পৌরসভার প্যানেল মেয়র, আরিফুর রহমান মাসুম, সদর থানা যুবলীগের সাধারণ সম্পাদক, জিল্লুর রহমান আলমগীর, যুবলীগ নেতা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী, জামিল হোসেন (মিলন), বঙ্গবন্ধু সৈনিক লীগ নাটোর জেলা শাখার সভাপতি, আমিরুল ইসলাম (জনি),যুব মহিলা লীগ নেত্রী, বিজলী সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতা ও কর্মী বৃন্দ।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমপি, শিমুল বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমার নিজ তহবিল হতে আমার নির্বাচনী এলাকা নাটোর সদর ও নলডাঙ্গার ২টি উপজেলার ১২টি ইউনিয়ন ও ২টি পৌরসভার ১৫ হাজার মানুষের মাঝে শাড়ি লুঙ্গি বিতরণ করলাম। আপনারা সবাই দোয়া করবেন আমি যেন এভাবেই সকল অসহায় দুঃস্থ মানুষের পাশে থাকতে পারি।