Dhaka 7:03 pm, Monday, 23 December 2024

পঞ্চায়েতের সামনে বেআইনি নির্মান চলছে

দক্ষিণ চব্বিশ পরগনার অন্তর্গত মগরাহাট পশ্চিমের , উস্তি গ্রাম পঞ্চায়েতের সামনে সরাকারি জমি অধিগ্রহণ করে বেআইনি নির্মান কাজ চলছে বলে জানা গেছে।

তথ্যসূত্র মারফত জানা গেছে যে খাস জমি মাত্র দুই শতক পারমিশন দেয় স্হানীয় উস্তি গ্রাম পঞ্চায়েত। কিন্তু খাস জমি ছাড়া আরও পি ডব্লিউ জমি নিয়ে এবং উস্তি গ্রাম পঞ্চায়েতের পারমিশন ছাড়া বেআইনি কমার্শিয়াল বাড়ি নির্মাণ করা হচ্ছে। বিষয়টি নিয়ে হইচই পড়েছে উস্তি গ্রাম পঞ্চায়েত এলাকায়। সাধারণত মানুষ থেকে শুরু করে পথচারী মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে কেমন করে এমন বেআইনি নির্মান কাজ চলছে পঞ্চায়েতের পারমিশন ছাড়া। এই বিষয়ে আমরা দক্ষিণ চব্বিশ পরগনার অন্তর্গত মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর আধিকারিক ও ক্যালেক্টার জনাব আশিফ ইকবাল সেখ জানান যে এমন ঘটনা ঘটেছে তা অবিলম্বে পঞ্চায়েতের বন্ধ করা উচিত। যদি পঞ্চায়েত এই বেআইনি নির্মান কাজ বন্ধ নিয়ে সহায়তা চান তিনি পঞ্চায়েত কে সহায়তা করবেন। তবে স্হানীয় উস্তি গ্রাম পঞ্চায়েতের প্রধান জোস্না হাজরা এবং উপপ্রধান অ্যাডভোকেট মিকাইল মোল্লা তাদের সাথে যোগাযোগ করতে পারা যায়নি।
সেই সঙ্গে উস্তি থানার অফিসার ইনচার্জ আসাদুল সাহেবের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন যে এমন বেআইনি নির্মান কাজ চলছে তার খবর তার কাছে আসেনি। যদি আসে তাহলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান। তবে এই বেআইনি নির্মান কাজ সত্যিই কি বন্ধ হবে না কালো হাতে র অর্থ এর বিনিময়ে এবং কোন প্রভাব বিস্তার করে এই বেআইনি নির্মান কাজ চলবে সেটা লাখ টাকার প্রশ্ন উঠেছে মগরাহাট পশ্চিমের উস্তি গ্রাম পঞ্চায়েতের ৩৫,হাজার, মানুষের কাছে। কারণ এই রকম বেআইনি নির্মান কাজ চলছে রমরমিয়ে জাতীয় সড়ক পথে র ধারে পি ডব্লিউ ডি রাস্তার ধারে।

যার ফলে পাকা সড়ক সঙ্কুচিত হতে চলেছে। অদূর ভবিষ্যতে সমস্যা র সৃষ্টি হতে পারে। যদি স্হানীয় প্রশাসনিক কর্মকর্তারা এবং সরকার কর্তৃক কড়া দৃষ্টি দেন, তাহলে এই সমস্তই বেআইনি নির্মান কাজ বন্ধ হতে পারে।।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com

পঞ্চায়েতের সামনে বেআইনি নির্মান চলছে

আপলোড সময় : 04:22:42 pm, Monday, 1 April 2024

দক্ষিণ চব্বিশ পরগনার অন্তর্গত মগরাহাট পশ্চিমের , উস্তি গ্রাম পঞ্চায়েতের সামনে সরাকারি জমি অধিগ্রহণ করে বেআইনি নির্মান কাজ চলছে বলে জানা গেছে।

তথ্যসূত্র মারফত জানা গেছে যে খাস জমি মাত্র দুই শতক পারমিশন দেয় স্হানীয় উস্তি গ্রাম পঞ্চায়েত। কিন্তু খাস জমি ছাড়া আরও পি ডব্লিউ জমি নিয়ে এবং উস্তি গ্রাম পঞ্চায়েতের পারমিশন ছাড়া বেআইনি কমার্শিয়াল বাড়ি নির্মাণ করা হচ্ছে। বিষয়টি নিয়ে হইচই পড়েছে উস্তি গ্রাম পঞ্চায়েত এলাকায়। সাধারণত মানুষ থেকে শুরু করে পথচারী মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে কেমন করে এমন বেআইনি নির্মান কাজ চলছে পঞ্চায়েতের পারমিশন ছাড়া। এই বিষয়ে আমরা দক্ষিণ চব্বিশ পরগনার অন্তর্গত মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর আধিকারিক ও ক্যালেক্টার জনাব আশিফ ইকবাল সেখ জানান যে এমন ঘটনা ঘটেছে তা অবিলম্বে পঞ্চায়েতের বন্ধ করা উচিত। যদি পঞ্চায়েত এই বেআইনি নির্মান কাজ বন্ধ নিয়ে সহায়তা চান তিনি পঞ্চায়েত কে সহায়তা করবেন। তবে স্হানীয় উস্তি গ্রাম পঞ্চায়েতের প্রধান জোস্না হাজরা এবং উপপ্রধান অ্যাডভোকেট মিকাইল মোল্লা তাদের সাথে যোগাযোগ করতে পারা যায়নি।
সেই সঙ্গে উস্তি থানার অফিসার ইনচার্জ আসাদুল সাহেবের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন যে এমন বেআইনি নির্মান কাজ চলছে তার খবর তার কাছে আসেনি। যদি আসে তাহলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান। তবে এই বেআইনি নির্মান কাজ সত্যিই কি বন্ধ হবে না কালো হাতে র অর্থ এর বিনিময়ে এবং কোন প্রভাব বিস্তার করে এই বেআইনি নির্মান কাজ চলবে সেটা লাখ টাকার প্রশ্ন উঠেছে মগরাহাট পশ্চিমের উস্তি গ্রাম পঞ্চায়েতের ৩৫,হাজার, মানুষের কাছে। কারণ এই রকম বেআইনি নির্মান কাজ চলছে রমরমিয়ে জাতীয় সড়ক পথে র ধারে পি ডব্লিউ ডি রাস্তার ধারে।

যার ফলে পাকা সড়ক সঙ্কুচিত হতে চলেছে। অদূর ভবিষ্যতে সমস্যা র সৃষ্টি হতে পারে। যদি স্হানীয় প্রশাসনিক কর্মকর্তারা এবং সরকার কর্তৃক কড়া দৃষ্টি দেন, তাহলে এই সমস্তই বেআইনি নির্মান কাজ বন্ধ হতে পারে।।