নাটোরের সিংড়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে।
রবিবার (৬ অক্টোবর ) বিকেল সাড়ে ৪টার দিকে আশপাশের লোকজন তার লাশটি পুকুরের পানিতে ভেসে উঠা দেখে ওই পুকুর হতে তাহার লাশটি উদ্ধার করে। নিহত মোঃ শ্রাবণ (২২)সিংড়া উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের কৈগ্রাম গ্রামের মোঃ দুলাল হোসেন এর ছেলে। এলাকাবাসী সুত্রে জানা যায়, নাটোর-বগুড়া মহাসড়কের কৈগ্রাম বাঁশের ব্রীজ এলাকায় তাহার একটি চা-স্টল ছিলো। সে তাহার নিজ বাড়ির সামনে পুকুরে পানি সেচ এর জন্য বৈদ্যুতিক মটর সেট করে, বিদ্যুৎ না থাকায় পরিপূর্ণ কাজ শেষ হওয়ার আগেই কাজ বন্ধ রাখে। পরে রোববার বিকেলে ওই পুকুরের পানিতে গেলে সেখানেই বিদ্যুৎস্পৃষ্ট হয়।পরে ওই পুকুর হতে তাহার লাশটি ভেসে উঠলে আশপাশের লোকজন তাহার লাশটি উদ্ধার করে। এতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসমাউল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছেন। নিহতের পরিবারের অনুরোধে লাশটি ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।