গত শনিবার (২৯শে জুন) সকাল থেকেই মারধরের একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নজরে এলে দুপুরেই অভিযুক্ত এএসআই সেলিম রেজাকে ক্লোজড করে নাটোর পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন সিংড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম।
জানা যায়, বৃহস্পতিবার (২৭ শে জুন) রাত ১১টার দিকে দমদমা থেকে অটোরিকশা নিয়ে বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন চালক হারুন আলী। পথে উপজেলা পরিষদ রোড এলাকার দেশ ফার্নিচার দোকানের সামনে পৌঁছালে এএসআই সেলিম রেজা অটোরিকশাটি থামায়। এরপর সলিম রেজাসহ তিনজন রিকশায় উঠে তাদের সিংড়া বাসস্ট্যান্ডে নিয়ে যেতে বললে রিকশা চালক যেতে চায়নি।
সিসিটিভি ফুটেজ দেখা যায়, এসময় সেলিম রেজা ক্ষুদ্ধ হয়ে তার হাতে থাকা টর্চলাইট দিয়ে রিকশা চালকের পিঠে আঘাত করেন। এরপর কয়েকবার পিঠে ঘুষি মারেন। সিংড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, বিষয়টি জানার পর এএসআই সেলিমকে নাটোর পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।