কুমিল্লা নগরীর মোগলটুলিতে ব্যাটারি চালিত অটোরিকশার চাকা খোলে উল্টে কান্দিরপাড় সুরভি ফ্যাশনের মালিক আনিসুর রহমান আনিস নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
বুধবার (২৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে কুমিল্লা নগরীর মোগলটুলি এলাকায় এঘটনা ঘটে বলে জানা যায়।
নিহত আনিসুর রহমান (আনিস) (৩৯) কুমিল্লা নগরীর কালিয়জুড়ি পাকার মাথা এলাকার মৃত. আব্দুল মজিদ সর্দারের ছেলে। নগরীর গনি ভুইয়া ম্যনশনের সুরভি ফ্যাশনের মালিক ছিলেন।
এবিষয়ে নিহতের ভাগীনা সজীব জানান, আমার মামা বুধবার রাত আনুমানিক আটটার দিকে মুদি দোকানের জন্য পাইকারি মাল কেনার জন্য কালিয়াজুড়ি পাকার মাথা থেকে ব্যাটারি চালিত অটোরিকশা যোগে রাজগন্জের উদ্দেশ্যে যাওয়ার সময় মোগলটুলি এলাকায় পৌছলে অটোরিকশার চাকা খোলে উল্টে যায়। এতে আমার মামাসহ চারজন আহত হন। পরে স্থানীয় কয়েকজন যুবক তাদেরকে উদ্ধার করে কুমিল্লা সদর হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা আমার অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিলে কুমেকে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে এগারোটায় তার মৃত্যু হয়।
এবিষয়ে নিহতের ভাই মিজানুর রহমান জানান, আমার ভাই বুধবার রাতে বাড়ি থেকে বের হওয়ার পর রাতে বাড়ি ফিরে না আসায় বৃহস্পতিবার আত্মীয়স্বজন পরিচিতজনের বাড়ি হাসপাতাল সব জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে বৃহস্পতিবার বিকেলে কোতোয়ালি থানায় একটি অভিযোগ করি। শুক্রবার রাত একটার তদন্তকারী কর্মকর্তা থানার উপ-পরিদর্শক (এস.আই) রাকিব আমাকে মুঠোফোনে ফোন দিয়ে থানায় যেতে বলে। থানায় যাওয়ার পর আমার ভাইয়ের ছবি দেখিয়ে তাকে সনাক্ত করার কথা বললে আমরা তার ছবি দেখে সনাক্ত করি যে এটা আমার ভাই।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান বুধবার বিকেলে আনিসুর রহমান নামে এক ব্যক্তির থানায় একটি নিখোঁজ অভিযোগ করা হয়েছিলো। একই দিনে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে অজ্ঞাত পরিচয়হীন একটি মৃতদেহের ছবির সঙ্গে নিখোঁজ ব্যক্তির ছবির সঙ্গে মিলে যাওয়ায় আমরা শুক্রবার রাতে নিহত ব্যাক্তির ভাইকে খবর দিয়ে বিষয়টি অবগতি করি। ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ ও দুর্ঘটনার সময় উদ্ধার করা তিন যুবকের জিজ্ঞাসাবাদে জানা যায় ব্যাটারি চালিত অটোরিকশাটি চাকা খোলে উল্টে যাওয়ায় তার মাথায় আঘাতের কারণেই তার মৃত্যু হয়েছে।