কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ লক্ষীপুর পোষ্টের টহলদল মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।
মঙ্গলবার (৫ নভেম্বর) অভিযানের অংশ হিসেবে সীমান্ত পিলার ২০৮৫/১০-এস থেকে ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মান্দারি নামক স্থানে ৬৪৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত ফেন্সিডিলের বাজারমূল্য প্রায় ২,৫৯,২০০ টাকা। নিয়মিত টহলের সময় এই বিপুল পরিমাণ ফেন্সিডিল আটক করা হয় বলে জানিয়েছেন ১০ বিজিবি কর্তৃপক্ষ।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে সর্বদা সচেষ্ট রয়েছে এবং সীমান্ত এলাকায় অভিযান অব্যাহত থাকবে বলে বিজিবি জানিয়েছে।